Top

ভোলায় অতিরিক্ত যাত্রী নেওয়ায় ২ লঞ্চকে জরিমানা

০৬ এপ্রিল, ২০২৪ ৮:৫২ অপরাহ্ণ
ভোলায় অতিরিক্ত যাত্রী নেওয়ায় ২ লঞ্চকে জরিমানা

ধারণ ক্ষমতার চেয়ে অতিরিক্ত যাত্রী বহনের অভিযোগে ভোলার ইলিশা ঘাটে যাত্রীবাহী দুটি লঞ্চকে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৬ এপ্রিল) দুপুরের দিকে জেলা প্রশাসন এ অভিযান পরিচালনা করেন। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত হুসাইন এ জরিমানা আদায় করেন।

জরিমানা আদায়কৃত লঞ্চগুলো হলো- ঢাকা-ইলিশা রুটের দোয়েল পাখি-১ ও দোয়েল পাখি-১০। এদের মধ্যে দোয়েল পাখি-১ লঞ্চকে ২০ হাজার টাকা এবং দোয়েল পাখি -১০ লঞ্চকে ১০ হাজা টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, পবিত্র ঈদকে সামনে রেখে যাত্রীদের চলাচল নিরাপদ ও নির্বিঘ্ন করতে ইলিশা লঞ্চঘাট ও ফেরিঘাটে মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয় অতিরিক্ত যাত্রী বোঝাই, সি সার্ভে সনদ, মাস্টারদের পোশাক, অগ্নি নির্বাপণ ব্যবস্থা, লাইফ জ্যাকেট ইত্যাদি মনিটরিং করার পাশাপাশি অতিরিক্ত যাত্রী পরিবহনের দায় দোয়েল পাখি-১, দোয়েল পাখি-১০ নামের ২টি লঞ্চকে মোট ৩০,০০০ টাকা জরিমানা করা হয়। এ ধরনের অভিযান ঈদের পরবর্তী ১০ দিন পর্যন্ত চলবে বলেও জানান তিনি।

বিএইচ

শেয়ার