Top

বাড়ির সবাই ঈদের নামাজে, ঘরে গৃহবধূকে গলাকেটে হত্যা

১১ এপ্রিল, ২০২৪ ৭:৩২ অপরাহ্ণ
বাড়ির সবাই ঈদের নামাজে, ঘরে গৃহবধূকে গলাকেটে হত্যা

পঞ্চগড়ের দেবীগঞ্জে বাড়ির সবাই ঈদের নামাজে যাওয়ার পর ঘর থেকে শাহনাজ পারভীন নামে এক গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১১ এপ্রিল) সকালে দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়নের মতিয়ারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শাহনাজ পরভীন একই এলাকার আব্দুল মজিদের স্ত্রী। তাদের ৬ বছরের একটি মেয়ে ও একটি ৪ মাসের একটি শিশু সন্তান রয়েছে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে শাহনাজের স্বামী মজিদ গার্মেন্টসসহ বিভিন্ন স্থানে কাজ করার সুবাদে ঢাকায় থাকতেন। দুই বছর আগে প্রতিবেশী রাজুর (২৭) সাথে প্রেমের সম্পর্কে জড়ায় শাহনাজ। পরে তাদের প্রেম ভেঙে যায়।

বৃহস্পতিবার (১১ এপ্রিল) সকালে স্বামীসহ পরিবারের অন্য সদস্যরা ঈদের নামাজ পড়তে ঈদগাহে গেলে আগে থেকে ক্ষিপ্ত হয়ে রাজু তার বাড়িতে যায়। পরে শাহনাজারের বড় মেয়ের সামনে ছুরি দিয়ে এলোপাতাড়ি জখম করে পালিয়ে যায় রাজু। শিশুর চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে শাহনাজের গলাকাটা মরদেহ দেখতে পেয়ে থানা পুলিশ ও ইউনিয়ন পরিষদে খবর দেয়।

দেবীগঞ্জ থানার ওসি সরকার ইফতেখারুল মোকাদ্দেম জানান, মরদেহের পাশ থেকে একটি রক্তমাখা ছুরি উদ্ধার করা হয়েছে।ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। পলাকত রাজুকে গ্রেফতারের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

বিএইচ

শেয়ার