Top

ফেনীতে সিদেল চোরের আঘাতে গৃহকর্তাসহ আহত ৪

১৬ এপ্রিল, ২০২৪ ৭:৫৭ অপরাহ্ণ
ফেনীতে সিদেল চোরের আঘাতে গৃহকর্তাসহ আহত ৪

ফেনী প্রতিনিধি:

ফেনীর সোনাগাজীতে সিদেল চোরের আঘাতে গৃহকর্তাসহ ৪ জন আহত হয়েছে। মঙ্গলবার (১৬ এপ্রিল) সোনাগাজী উপজেলার চর দরবেশ ইউনিয়নের দক্ষিণ চর সাহাভিকারী জোড় পুকুরের অমল চন্দ্র দাসের বাড়িতে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (১৫ এপ্রিল) দিবাগত রাতে সংর্ঘবদ্ধ একটি চোরের দল ওই বাড়ির অমল চন্দ্র দাসের বসত ঘরে সিদেল কেটে ঢুকে পড়ে । এসময় অমল চন্দ্র দাসের স্ত্রী স্বপ্না রাণী দাস তার ঘুমন্ত মেয়েদের দেখতে তাদের শয়ন কক্ষে গিয়ে এক চোর সদস্যের সামনে পড়ে যায়। এরপর তিনি ওই চোরকে জড়িয়ে ধরে চিৎকার শুরু করলে বাহিরে থাকা অন্য সদস্যরা দরজা ভেঙে ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে তাঁকে এলোপাতাড়ি কোপাতে থাকে।

এভাবে একে একে অমল চন্দ্র দাস, তাঁর স্ত্রী স্বপ্না রাণী দাস, কন্যা এনেটি রাণী দাস ও শ্রাবন্তী রাণী দাস চোরদের হামলায় আহত হয়। গুরুতর আহত গৃহকর্তা ও গৃহকর্তীকে প্রথমে ফেনী জেনারেল হাসপাতালে ও পারে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মেয়েদের প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে পাঠিয়ে দেয়া হয়েছে।

স্থানীয়রা বলেন, আসছে ১৮ এপ্রিল অমল চন্দ্র দাসের মেঝ মেয়ের বিয়ের নির্ধারিত তারিখ থাকায় ঘরে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুটের উদ্দেশ্যে সিদ কেটে এমন ঘটনা ঘটিয়েছে চোর চক্র।

চর দরবেশ ইউনিয়ন পরিষদের সদস্য শহীদুল ইসলাম বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। কৃষক অমল চন্দ্র দাস একেবারে নিরীহ মানুষ। মেয়েটির বিয়ের বিষয়টি এখন আরও বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে।

সোনাগাজী মডেল থানার ওসি সুদ্বীপ রায় বলেন, বিষয়টি জানার পর আমরা ঘটনাস্থলে যাই এবং ভোর পর্যন্ত ওখানে অবস্থান করি। গৃহকর্তা চিকিৎসাধীন থাকায় এখন পর্যন্ত লিখিত অভিযোগ দেয়া হয়নি। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।

খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে তাদেরকে খাদ্য ও নগদ অর্থ সহায়তা করেন।

এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার লুবনা, চরদরবেশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম ভুট্টো, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইকবাল হাসান ও ইউপি সদস্য শহীদুল ইসলাম উপস্থিত ছিলেন।

বিএইচ

শেয়ার