Top
সর্বশেষ

দুই কোটি টাকা নিয়ে উধাও: পূবালী ব্যাংকের শাখায় চাঁদপুরের এসপি

১৬ এপ্রিল, ২০২৪ ১০:৩৫ অপরাহ্ণ
দুই কোটি টাকা নিয়ে উধাও: পূবালী ব্যাংকের শাখায় চাঁদপুরের এসপি

পূবালী ব্যাংক পিএলসি চাঁদপুর শহরের নতুন বাজার শাখার ব্যবস্থাপক শ্রীকান্ত নন্দী অতিরিক্ত মুনাফা দিবে বলে গ্রাহকদের কয়েক কোটি টাকা নিয়ে নিখোঁজ রয়েছেন।

এই ঘটনায় ব্যাংকের বর্তমান দায়িত্বরত ব্যবস্থাপক চাঁদপুর সদর মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। ১৫ এপ্রিল পর্যন্ত ২ কোটি ৫১ লাখ টাকা ঐ ম্যানেজার নিয়ে গেছেন বলে দুই গ্রাহক জানিয়েছেন।

এমন পরিস্থিতিতে পূবালী ব্যাংকের শাখা পরিদর্শন করেছেন চাঁদপুর জেলার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম (বার)। মঙ্গলবার ১৬ এপ্রিল, চাঁদপুর সদর মডেল থানাধীন পূবালী ব্যাংক নতুন বাজার শাখার বিষয়টি সরেজমিনে পরিদর্শন করেন তিনি।

পরিদর্শন শেষে পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, পূবালী ব্যাংকের গ্রাহকের দুই কোটি টাকা নিয়ে উধাও হয়ে যাওয়া ব্যবস্থাপক শ্রীকান্ত নন্দী ও তার সাথে জড়িত সকলকে যত- দ্রুত সম্ভব আইনে আওতায় আনা হবে। এসময় অতিরিক্ত পুলিশ সুপার (রিভার) শ্রীমা চাকমা ও জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকতাগণ উপস্থিত ছিলেন।

শেয়ার