Top
সর্বশেষ

কুমিল্লায় বাসচাপায় নিহত ৪

২২ এপ্রিল, ২০২৪ ৯:৪৮ অপরাহ্ণ
কুমিল্লায় বাসচাপায় নিহত ৪

কুমিল্লার দাউদকান্দিতে মহাসড়ক পারাপারের সময় বাসচাপায় চার পথচারীর মৃত্যু হয়েছে।

সোমবার (২২ এপ্রিল) রাত ৯টার রাত দিকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার রায়পুর সংলগ্ন মালিখিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, সোমবার রাত ৮টার দিকে মহাসড়কের ওই অংশে রাস্তা পার হচ্ছিলেন চারজন পথচারী। এসময় নোয়াখালী থেকে ঢাকাগামী একুশে পরিবহন নামের একটি বাস তাদের চাপা দিলে ঘটনাস্থলেই তিনজন মারা যান। পরে হাসপাতালে নেওয়ার পর আরেকজন মারা যান। তবে নিহতদের পরিচয় এখনও জানা যায়নি।

ওসি আরও বলেন, চাপা দেওয়া বাসটি পালিয়ে গেলেও একই কোম্পানির অন্য একটি বাস আটক করা হয়েছে।

বিএইচ

শেয়ার