Top

ফরিদপুরের চরাঞ্চলে বিদ্যুৎ সংযোগ উদ্বোধন

০২ মার্চ, ২০২১ ১২:৫৬ অপরাহ্ণ
ফরিদপুরের চরাঞ্চলে বিদ্যুৎ সংযোগ উদ্বোধন
ফরিদপুর প্রতিনিধি :

ফরিদপুরের চরাঞ্চলের ২০১টি পরিবার ও প্রতিষ্ঠানকে পদ্মা নদীর তলদেশ দিয়ে সাবমেরিন ক্যবলের মাধ্যমে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে।

সোমবার (১ মার্চ) বিকেলে এ সংযোগ উদ্বোধন করেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার।

এর মধ্যে ১৯৭টি পরিবার, একটি বাণিজ্যিক ও তিনটি দাতব্য প্রতিষ্ঠানে এ সংযোগ দেওয়া হয়। এ উপলক্ষে ফরিদপুর সদরের ডিক্রির চর ইউনিয়নের আইজদ্দিন মাতুব্বরের ডাঙ্গী এলাকায় উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পল্লী বিদ্যুতের তত্ত্বাবধায়ক প্রকৌশলী বেলায়েত হোসেন। অন্যদের মধ্যে বক্তব্য দেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আব্দুর রাজ্জাক মোল্লা, সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মাসুম রেজা, পল্লী বিদ্যুতের ব্যবস্থাপনা পরিচালক (জিএম) আবুল হাসান, পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি শওকত হোসেন।

জীবনে প্রথম বার চরে বিদ্যুৎ সংযোগ পেয়ে চরবাসীর খুশীর সীমা নেই। চর এলাকায় ঘুরে এলাকাবাসীর মনে খুশির ঝিলিক দেখা গেছে।

শেয়ার