Top
সর্বশেষ

সাংবাদিকদের সাথে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময়

২৬ এপ্রিল, ২০২৪ ৭:৫৪ অপরাহ্ণ
সাংবাদিকদের সাথে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময়
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি :

জামালপুরের সরিষাবাড়ীতে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতিকের চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, তালা প্রতিকের ভাইস চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা ছাত্রলীগের সভাপতি আল আমিন হোসাইন শিবলু সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন।

শুক্রবার সন্ধায় সরিষাবাড়ী প্রেসক্লাবের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সরিষাবাড়ী প্রেসক্লাবের সভাপতি সোলায়মান হোসেন হরেক এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান প্রার্থী আল আমিন হোসাইন শিবলু, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মন্টুলাল তেওয়ারী, সেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক নাজমুল ইসলাম বাবু, সদস্য মোর্শেদ রহমান, সাংবাদিক ইব্রাহীম হোসাইন লেবু, জহুরুল ইসলাম ঠান্ডু, মমিনুল ইসলাম কিসমত, জাকারিয়া জাহাঙ্গীর, মোস্তাক আহমেদ মনির প্রমুখ।

এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলাম বলেন, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে সরিষাবাড়ী উপজেলায় সুষ্ঠ ও সুন্দর পরিবেশে জনগণের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে ভোট অনুষ্ঠিত হবে। ভোটে কোন প্রকার বিশৃঙ্খলা করার বিন্দুমাত্র সুযোগ কারো নেই। সরিষাবাড়ী বাসী তারা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে তাদের সেবা করার সুযোগ দিবে। আর আমি নির্বাচিত হলে সরিষাবাড়ী উপজেলা পরিষদের সকল বরাদ্দের সচ্ছতা নিশ্চিত করবো। কোন দূর্নীতি, লুটপাট করার সুযোগ নেই।

এসকে

শেয়ার