Top

হবিগঞ্জে ট্রাক-পিকআপ সংঘর্ষে চালক-হেলপার নিহত

৩০ এপ্রিল, ২০২৪ ৪:২৩ অপরাহ্ণ
হবিগঞ্জে ট্রাক-পিকআপ সংঘর্ষে চালক-হেলপার নিহত

হবিগঞ্জের বাহুবলে মাছ বোঝাই পিকআপ ও ট্রাকের সংঘর্ষে পিকআপ চালক ও হেলপার নিহত হয়েছেন। মঙ্গলবার (৩০ এপ্রিল) সকালে উপজেলার তগলী নামক স্থানে ঢাকা-সিলেট মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পিকআপচালক জেলার চুনারুঘাট উপজেলার উবাহাটা ইউনিয়নের বালিয়ারী গ্রামের বাহার মিয়ার ছেলে হৃদয় মিয়া (২৬) ও হেলপার শায়েস্তাগঞ্জ উপজেলার পূর্ব নোয়াগাঁও গ্রামের ছোয়াব আলীর ছেলে রিপন মিয়া (২৪)।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি বদরুল কবীর দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, সকালে সুতাং বাজার থেকে মাছ বোঝাই পিকআপটি বাহুবল বাজারে মাছ দিয়ে মৌলভীবাজারের জুড়ী যাচ্ছিল। পথিমধ্যে মহাসড়কের তগলী নামক স্থানে সিলেটগামী সিমেন্টবোঝাই ট্রাক ও পিকআপের সংঘর্ষ হয়। সংঘর্ষে পিকআপটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই পিকআপের চালকসহ দুইজন মারা যায়। খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে।

বিএইচ

শেয়ার