Top

আফগানিস্তানে মসজিদে বন্দুক হামলা, নিহত ৬

৩০ এপ্রিল, ২০২৪ ৯:৪৯ অপরাহ্ণ
আফগানিস্তানে মসজিদে বন্দুক হামলা, নিহত ৬

আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে মসজিদে বন্দুকধারীর হামলায় ছয়জন নিহত হয়েছেন। মঙ্গলবার (৩০ এপ্রিল) তালেবান সরকারের একজন মুখপাত্র এই কথা জানিয়েছেন। ফক্স নিউজের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল মতিন কানী বলেন, সোমবার (২৯ এপ্রিল) রাত আনুমানিক ৯টার দিকে হেরাত প্রদেশের গুজারা জেলায় মসজিদে নিরস্ত্র মুসুল্লিদের লক্ষ্য করে গুলি ছোড়ে অপরিচিত এক বন্দুকধারী। এতে ছয়জন নিহত হন।

সোশ্যাল মিডিয়া এক্সে এক পোস্টে এসব তথ্য জানান তিনি। কানী আরও বলেন, এ নিয়ে তদন্ত ইতোমধ্যে শুরু হয়েছে।

আফগানিস্তানের সাবেক এক প্রেসিডেন্ট ওই মসজিদে সংখ্যালঘু শিয়া সম্বপ্রদায় নামাজ আদায় করেন। মূলত তাদের লক্ষ্য করেই এই হামলা চালানো হয়েছে।

এই ঘটনায় এখন পর্যন্ত কেউ বা কোনো সশস্ত্র গোষ্ঠী দায় স্বীকার করেনি। হামলাকারীরা পালিয়ে যাওয়ার সময় একজন আহত হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বন্দুকধারীর হামলায় নিহত মুসল্লির মধ্যে মসজিদের ইমামও রয়েছেন।

শেয়ার