Top
সর্বশেষ

রূপালী ব্যাংকের ‘খুলনা জিরো পয়েন্ট উপশাখার’ উদ্বোধন

০২ মে, ২০২৪ ৫:০৯ অপরাহ্ণ
রূপালী ব্যাংকের ‘খুলনা জিরো পয়েন্ট উপশাখার’ উদ্বোধন

স্মার্ট ব্যাংকিং সুবিধা নিয়ে কেডিএ খুলনার বটিয়াঘাটাতে নিউ মার্কেট শাখার আওতাধীন রূপালী ব্যাংক পিএলসি’র উপশাখা হিসেবে ‘জিরো পয়েন্ট উপশাখা’ উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (৩০ এপ্রিল) ভার্চ্যুয়ালি অনুষ্ঠানের মাধ্যমে উপশাখাটির উদ্বোধন করেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মোহাম্মদ জাহাঙ্গীর।

অনুষ্ঠানে অংশ নেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক পারসুমা আলম, হাসান তানভীর ও মো. হারুনুর রশীদ।

এ সময় ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক মো. শরিফুল ইসলাম, মো. জাহিদুর রহমান, বিলকিস আরা, মোল্যা মো. রেজাউল করীম, সহকারী মহাব্যবস্থাপক মো. হুমায়ুন কবীর, কেডিএ নিউ মার্কেট শাখার ব্যবস্থাপক মো. শরিফুল ইসলাম ও উপশাখাটির ব্যবস্থাপক মো. আওরঙ্গজেব ফকিরসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বিএইচ

শেয়ার