রাঙ্গামাটির বাঘাইছড়ি-দীঘিনালা সড়কে পাহাড় ধসে এ সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। ফলে সড়কের দুই পাশে আটকা পড়েছে যানবাহন।
শুক্রবার (৩ মে) সকালে বাঘাইছড়ি-দীঘিনালা সড়কের দুই কিলোমিটার নামক স্থানে এ ঘটনা ঘটে। এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরিন আক্তার জানান, ভারি বৃষ্টিতে পাহাড় ধসের কারণে সড়কে যানচলাচল বন্ধ রয়েছে। তবে মাটি সরানোর কাজ চলছে।
বিএইচ