Top
সর্বশেষ

ময়মনসিংহে ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ’র ব্রাঞ্চ উদ্বোধন

০৫ মে, ২০২৪ ৫:০৮ অপরাহ্ণ
ময়মনসিংহে ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ’র ব্রাঞ্চ উদ্বোধন

ময়মনসিংহে ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড এর একাদশ ব্রাঞ্চ উদ্বোধন করা হয়েছে। প্রতিষ্ঠানটি গ্রাহকের সেবা আরও উন্নত এবং সহজলভ্য করার লক্ষ্যে বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরির পাশাপাশি বেশ কিছু নতুন ব্রাঞ্চও স্থাপন করছে। তারই ধারাবাহিকতায় রোববার (৫ মে) নতুন এ ব্রাঞ্চের কার্যক্রম শুরু করা হয়।

নতুন এ ব্রাঞ্চের কার্যক্রম শুরুর পর ময়মনসিংহ ব্রাঞ্চের বিনিয়োগকারীদের সাথে প্রতিষ্ঠানটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড তাদের উন্নত ও আসন্ন গ্রাহক সেবাগুলো বিনিয়োগকারীদের সামনে তুলে ধরে এবং পুঁজিবাজারে চালু হওয়া নতুন বন্ড মার্কেট নিয়েও বিনিয়োগকারীদের সাথে বিস্তারিত আলোচনা করা হয়।

এছাড়াও সভায় বিনিয়োগকারীরা পুঁজিবাজার বিনিয়োগে তাদের আস্থা, বন্ড মার্কেট নিয়ে তাদের প্রত্যাশা এবং ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড এর সেবা নিয়ে তাদের মতামত উপস্থিত কর্মকর্তাদের নিকট তুলে ধরা হয়।

এসময় ময়মনসিংহ ব্রাঞ্চে ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজের এর চীফ এক্সিকিউটিভ অফিসার আহসানুর রহমান, ব্রাঞ্চ ম্যানেজার মোঃ সাইফুল রোজাইকসহ আরও অনেক উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিএইচ

শেয়ার