Top

শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা

০৬ মে, ২০২৪ ৮:১৫ অপরাহ্ণ
শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা

১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ শেষে আগামী জুলাই মাসে লিখিত পরীক্ষা আয়োজন করতে চায় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। সোমবার (৬ মে) এনটিআরসিএ‘র সচিব ওবায়দুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা জুনে আয়োজনের পরিকল্পনা থাকলেও প্রশ্ন ছাপানোর কাজ দেরিতে শুরু হওয়ায় জুলাই মাসে আয়োজন করা হবে এ পরীক্ষা। আসন্ন ঈদুল আজহার পরই ১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার আয়োজন করা হবে।

ওবায়দুর রহমান জানান, পরীক্ষার সুনির্দিষ্ট তারিখ অবশ্য এখনও চূড়ান্ত হয়নি। তবে জুলাই মাসের মাঝামাঝি অথবা শেষদিকে লিখিত পরীক্ষা আয়োজন করা হতে পারে।

প্রসঙ্গত, ১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয় গত ১৫ মার্চ। সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত দেশের ৮টি বিভাগের ২৪টি জেলা শহরে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় অংশ নিতে আবেদন করেন ১৮ লাখ ৬৫ হাজার প্রার্থী।

বিএইচ

শেয়ার