Top
সর্বশেষ

টাকাসহ আটক উপজেলা চেয়ারম্যানের মুক্তির দাবিতে থানা ঘেরাও

০৭ মে, ২০২৪ ৭:২১ অপরাহ্ণ
টাকাসহ আটক উপজেলা চেয়ারম্যানের মুক্তির দাবিতে থানা ঘেরাও
স্টাফ রিপোর্টার, পাবনা :

পাবনার সুজানগরে আটককৃত উপজেলা চেয়ারম্যান ও চেয়ারম্যান প্রার্থী শাহিনুজ্জামান শাহিন আটকের প্রতিবাদে সুজানগরে তার সমর্থকরা অবরোধ ও অবস্থান কর্মসূচি এবং বিক্ষোভ কর্মসূচি পালন করছে। মঙ্গলবার (৭ মে) সকাল থেকে সুজানগর পাবনা সড়কে পাশের গলিতে ইট পাটকেল ফেলে এবং সুজানগর থানা ও সুজানগর উপজেলা পরিষদের সামনে অবস্থান নেয় তার সমর্থকেরা। এতে সুজানগর পাবনা সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়।

নেতা কর্মীদের অভিযোগ, শাহিনুজ্জামান শাহিন এর জনপ্রিয়তা দেখে ঈর্ষান্বিত হয়ে প্রতিপক্ষরা ষড়যন্ত্র করছে। আর এই ষড়যন্ত্রের কারণেই তাকে আটক করা হয়েছে বলে অভিযোগ করছেন তারা। চেয়ারম্যান প্রার্থী শাহিনুজ্জামান শাহিনকে মুক্তি না দেওয়া পর্যন্ত তাদের এই আন্দোলন অব্যাহত থাকবে বলে বলছেন তারা।

নির্বাচনে প্রভাব বিস্তারের উদ্দেশ্যে রাখা বিপুল পরিমাণ টাকাসহ পাবনার সুজানগর উপজেলা চেয়ারম্যান প্রার্থী ও আওয়ামী লীগ নেতা শাহীনুজ্জামান শাহীনসহ ১১ জনকে আটক করেছে র‍্যাব। পাশাপাশি শাহীনের উপজেলা নির্বাচনী কাজে ব্যবহৃত একটি গাড়ি ও ২২ লাখ ৮২ হাজার ৭শ’ টাকা জব্দ করা হয়।

এআরএস

শেয়ার