Top
সর্বশেষ

আকরিক লোহার বড় দরপতন

১১ মে, ২০২৪ ৭:০৫ অপরাহ্ণ
আকরিক লোহার বড় দরপতন

বিশ্ববাজারে আকরিক লোহার বড় দরপতন ঘটেছে। বিশ্বের বৃহৎ ভোক্তা চীনের বন্দরে এবং ইস্পাত কারখানায় মজুত বেড়েছে। পাশাপাশি চাহিদা কমেছে। ফলে ধাতুটি আরও দর হারিয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে বিজনেস রেকর্ডারের এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে। এতে বলা হয়, শুক্রবার (১০ মে) চীনের দালিয়ান কম্মোডিটি এক্সচেঞ্জে (ডিসিই) সবচেয়ে বেশি ব্যবসা করা আগামী সেপ্টেম্বরের আকরিক লোহার সরবরাহ মূল্য হ্রাস পেয়েছে শূন্য দশমিক ৫ শতাংশ।

প্রতি মেট্রিক টনের দর স্থির হয়েছে ৮৯৬ ইউয়ানে (চীনা মুদ্রা)। প্রধান আন্তর্জাতিক মুদ্রায় যা ১২৪ ডলার ০২ সেন্ট। সবমিলিয়ে চলতি সপ্তাহে বেঞ্চমার্ক ধাতুটির চুক্তি মূল্য হ্রাস পেয়েছে ১ দশমিক ৫ শতাংশ। চলতি সপ্তাহে যা আরও কমতে পারে।

বিশ্ববিখ্যাত আর্থিক প্রতিষ্ঠান হুয়াতাই ফিউচার্সের বিশ্লেষকরা বলেন, চীনের বন্দরে বন্দরে লৌহ আকরিকের মজুত উল্লেখযোগ্য হারে বেড়েছে। গত বছরের চেয়ে তা বেশ বেশি। সেই তুলনায় চাহিদা দুর্বল হয়েছে। ফলে গুরুত্বপূর্ণ ধাতুটির দরপতন ঘটেছে।

চলতি বছরের প্রথম প্রান্তিকে ডিসিই’তে আকরিক লোহার দাম কমেছে ২০ শতাংশ। ২০২১ সালের তৃতীয় ত্রৈমাসিকের পর যা সবচেয়ে বেশি।

মূলত, আকরিক লোহা দিয়ে ইস্পাত তৈরি হয়। আলোচিত দেনে সাংহাই ফিউচার্স এক্সচেঞ্জে (এসএইচএফই) ইস্পাত বেঞ্চমার্কের দরে মিশ্র প্রবণতা দেখা গেছে।

গত বৃহস্পতিবার ক্রেতাদের প্রলুব্ধ করতে এবং তাদের রিয়েল এস্টেট ব্যবসা চাঙা করতে বাড়ি কেনার সব বিধিনিষেধ তুলে নিয়েছে চীনা প্রাদেশিক রাজধানী হ্যাংঝো ও জিয়ান।

অন্যান্য মেগাসিটিও যা অনুসরণ করতে পারে। এমনটি হলে অবকাঠামো খাতে কর্মযজ্ঞ বাড়বে। ফলে লৌহ আকরিকের চাহিদা শক্তিশালী হবে। সেই সঙ্গে শক্ত ধাতুটির দাম ঊর্ধ্বমুখী হবে।

শেয়ার