Top
সর্বশেষ

এসএমসির ২০২০ অর্থবছরের বার্ষিক বিক্রয় সম্মেলন

০৩ মার্চ, ২০২১ ৭:৪৪ অপরাহ্ণ
এসএমসির ২০২০ অর্থবছরের বার্ষিক বিক্রয় সম্মেলন

এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডের ২০১৯-২০ অর্থবছরের বার্ষিক বিক্রয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ মার্চ) এসএমসি এন্টারপ্রাইজ থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, চলতি মাসের ১ তারিখে অনলাইন যোগাযোগ মাধ্যম জুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সম্মেলনে ২০১৯-২০ অর্থবছরের বিক্রয় অর্জনের ওপর আলোকপাত করা হয় এবং এসএমসি এন্টারপ্রাইজের সেলস এবং মার্কেটিং, অন্যান্য টিমের কর্মীদের বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জনে অবদান রাখার জন্য স্বীকৃতি দেওয়া হয়।

এসএমসি আজ কোটি কোটি মানুষের আস্থার নাম। এর বিভিন্ন সামাজিক উদ্যোগ ব্যাপকভাবে প্রশংসিত এবং বিশ্বব্যাপী স্বীকৃত। এটি এখন বাংলাদেশের জাতীয় পরিবার পরিকল্পনা কর্মসূচিতে বিশেষ অবদানকারী এবং সারাদেশে ব্যবহৃত জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর এক তৃতীয়াংশের বেশি সরবরাহ করে থাকে।

সামঞ্জস্যপূর্ণ মান, সৃজনশীল বিপণন ও শক্তিশালী বিতরণ ব্যবস্থার মাধ্যমে এসএমসি বাংলাদেশের ওরস্যালাইন-এন, জন্মবিরতীকরণ পিল, কনডম, স্যানিটারি ন্যাপকিন, ফুড এবং কনজ্যুমার প্রোডাক্ট ক্যাটাগরিতে একটি মুখ্য অবস্থান প্রতিষ্ঠা করেছে। এসএমসি’র ওরস্যালাইন-এন লাখ লাখ শিশু এবং প্রাপ্তবয়স্কদের জীবন রক্ষা করছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোশ্যাল মার্কেটিং কোম্পানি ও এসএমসি এন্টারপ্রাইজের বোর্ড অফ ডিরেক্টরস’র চেয়ারম্যান সিদ্দিকুর রহমান চৌধুরী। এসএমসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. আলী রেজা খান এবং এসএমসি এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক আবদুল হক এই অনলাইন সম্মেলনে উপস্থিত থেকে মূল্যবান বক্তব্য দেন।

সম্মেলনে ২০১৯-২০ অর্থবছরের বিক্রয় অর্জন উপস্থাপন করেন এসএমসি এন্টারপ্রাইজের অতিরিক্ত মহাব্যবস্থাপক, সেলস অ্যান্ড ফিল্ড প্রমোশন সি, এন মণ্ডল।

এ অনলাইন সম্মেলনে অন্যান্যের মধ্যে এসএমসি এবং এসএমসি এন্টারপ্রাইজের বোর্ড অফ ডিরেক্টরস’র পরিচালক ও সদস্যদের, এসএমসি এবং এসএমসি এন্টারপ্রাইজের সব কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসএমসির বোর্ড অফ ডিরেক্টরস’র চেয়ারম্যান সিদ্দিকুর রহমান চৌধুরী ও অন্যান্য বোর্ড অফ ডিরেক্টররা তাদের কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন।

শেয়ার