Top

জয়পুরহাটে উন্নয়ন-জনসেবার মান বৃদ্ধির লক্ষ্যে মতবিনিময়

১৪ মে, ২০২৪ ৯:২০ অপরাহ্ণ
জয়পুরহাটে উন্নয়ন-জনসেবার মান বৃদ্ধির লক্ষ্যে মতবিনিময়
জয়পুরহাট প্রতিনিধি :

জাতীয় সংসদের হুইপ ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেছেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে জনগণের সেবার মান উন্নয়নে জনপ্রতিনিধিদের দুর্নীতির ঊর্ধ্বে থেকে কাজ করতে হবে।

মঙ্গলবার দুপুরে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলা পরিষদ মিলনায়তনে আক্কেলপুর, কালাই ও ক্ষেতলাল উপজেলার জনপ্রতিনিধি এবং উপজেলা, পৌর ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকগণের সাথে উন্নয়ন ও জনসেবার মান বৃদ্ধির লক্ষ্যে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় ক্ষেতলাল উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান দুলাল মিয়া সরদার, আক্কেলপুর উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান মোকছেদ আলী মাস্টার ও কালাই উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলন সহ উপজেলার জনপ্রতিনিধি এবং আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এআরএস

শেয়ার