জয়পুরহাটের ক্ষেতলালে আবু মুসা নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটির বয়স সাড়ে তিন বছর।
মঙ্গলবার (১৪ মে) সাড়ে ৫টার দিকে উপজেলার তুলশীগঙ্গা ইউনিয়নের মনঝার বাজারে একটি পুকুরে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত ওই শিশুটি মনঝার বাজার এলাকার তারেক হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়িতে সবাই ধানের কাজ করেছিলো। শিশু মূছা বাহিরে খেলা করছিল। এ সময় অসাবধানতায় সে পুকুরে পড়ে ডুবে যায়। পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়টা নিশ্চিত করেছেন ক্ষেতলাল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইমায়েদুল জাহেদী।]
এআরএস