Top

আন্তর্জাতিক মুদ্রাবাজারে ডলারের দাম আরও কমলো

১৫ মে, ২০২৪ ৬:৫১ অপরাহ্ণ
আন্তর্জাতিক মুদ্রাবাজারে ডলারের দাম আরও কমলো

চলতি বছরের শেষদিকে সুদের হার কমাতে পারে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড)। এই প্রত্যাশায় আন্তর্জাতিক মুদ্রাবাজারে দেশটির মুদ্রার মান আরও কমেছে। বুধবার (১৫ মে) অন্যান্য কারেন্সির বিপরীতে মার্কিন ডলারের দাম গত ১ সপ্তাহের মধ্যে সর্বনিম্নে নেমে গেছে।

বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে সিএনবিসি ও ইয়াহু ফিন্যান্সের প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। এতে বলা হয়, আলোচ্য কার্যদিবসে ইউরো, স্টার্লিং, ইয়েন, ইউয়ানসহ প্রধান ৬ বৈশ্বিক মুদ্রার বিপরীতে ডলার সূচক নিম্নমুখী হয়েছে শূন্য দশমিক ২০ শতাংশ। বর্তমানে যা ১০৪ দশমিক ৮০ পয়েন্টে অবস্থান করছে। গত ১ সপ্তাহের মধ্যে তা সবচেয়ে কম।

আগের কার্যদিবসে গ্রিনব্যাক সূচক নিম্নগামী হয়েছিল শূন্য দশমিক ০২ শতাংশ। দিন শেষে তা ১০৪ দশমিক ৯৯ পয়েন্টে নেমে গিয়েছিল। আলোচিত কর্মদিবসে যা আরও নিচে নামলো।

এই প্রেক্ষাপটে ইউরোর উত্থান ঘটেছে শূন্য দশমিক ১ শতাংশ। ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) মূল মুদ্রাটির মূল্য স্থির হয়েছে ১ দশমিক ০৮২৮ ডলারে। গত ১০ এপ্রিলের পর যা প্রায় সর্বোচ্চ।

একই দিনে জাপানের মুদ্রার বিপরীতে গ্রিনব্যাক দুর্বল হয়েছে শূন্য দশমিক ৪ শতাংশ। প্রতি ডলারের দাম নিষ্পত্তি হয়েছে ১৫৫ দশমিক ৮৩ ইয়েনে। স্পট মার্কেটে অফশোরে চীনের কারেন্সির বিরুদ্ধে ইউএস মুদ্রার অবনমন ঘটেছে শূন্য দশমিক ২৭ শতাংশ। ডলারপ্রতি দর দাঁড়িয়েছে ৭ দশমিক ২২১০ ইউয়ানে।

নরওয়ের মুদ্রার বিরুদ্ধে ডলার শক্তি হারিয়েছে শূন্য দশমিক ৬ শতাংশ। ১ ডলারের দাম হয়েছে ১০ দশমিক ৭৫২৫ ক্রোনা। গত ১০ এপ্রিলের পর যা সর্বনিম্ন।

বিশ্বের বৃহত্তম অর্থনীতি যুক্তরাষ্ট্রে প্রথম প্রান্তিকের তুলনায় দ্বিতীয় প্রান্তিকে মূল্যস্ফীতি সামান্য কমতে পারে। ফলে আগামী সেপ্টেম্বরে সুদের হার কমাতে পারে ফেড। এই আশায় ডলারের দরপতন ঘটেছে। সেই সঙ্গে মার্কিন ট্রেজারি ইল্ড নিম্নমুখী হয়েছে। বিপরীতে মূল্যবান ধাতু স্বর্ণের দর বৃদ্ধি পেয়েছে।

শেয়ার