Top

অসচেতনতায় বাড়ছে থ্যালাসেমিয়া

১৬ মে, ২০২৪ ৩:৪২ অপরাহ্ণ
অসচেতনতায় বাড়ছে থ্যালাসেমিয়া

সারা পৃথিবীতে যেসব রোগ বিস্তার লাভ করেছে তার মধ্যে একটি থ্যালাসেমিয়া। জেনিটিক রক্তরোগটিতে আক্রান্ত রোগীর সংখ্যা সম্প্রতি সময়ে দেশে বেড়েছে ১০ থেকে ১২ শতাংশ। দেশে বর্তমানে এ রোগে আক্রান্ত রোগীর সংখ্যা ৭০ থেকে ৮০ হাজার। থ্যালাসেমিয়া সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে অজ্ঞতার কারণে রোগটি গুরুত্বর সমস্যার কারণ হয়ে দাঁড়াচ্ছে।

সাম্প্রতিক পরিসংখ্যানে দেখা যায়, দেশের ১৭ কোটি জনসংখ্যার মধ্যে প্রায় এক কোটি ৭০ লাখ থ্যালাসেমিয়ার বাহক। অনুমান করা হয়, বাংলাদেশে প্রতিবছর ছয় থেকে আট হাজার থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুর জন্ম হয়। এসব শিশু জন্ম নেয়ার মূল কারণই হচ্ছে অসচেতনতা।

বিশেষজ্ঞরা জানান, এক কোটি ৭০ লাখ থ্যালাসেমিয়ার বাহক আছে দেশে। এ সংখ্যা অনেক বড়। বিয়ের সময় যেকোন ভাবেই একটি বাহকের সঙ্গে অন্য বাহকের বিয়ে হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। আর দুই বাহকের বিয়ে হলে নবজাতক থ্যালাসেমিয়া হয়ে জন্ম নেয়ার আশঙ্কা বেশি থাকে।

থ্যালাসেমিয়ার বাহকদের আলাদা করে চেনার কোনা উপায় থাকে না। এদের কোনো ধরনের উপসর্গও থাকে না। কোন ধরনের চিকিৎসারও প্রয়োজন পড়ে না। তাই থ্যালাসেমিয়া বাহকদের আলাদা করে চেনার কোন উপায় নাই। এমনকি যতক্ষণ না কোন বাহক রক্ত পরীক্ষা করবে ততক্ষণ পর্যন্ত সে নিজেও জানতে পারে না যে সে থ্যালাসেমিয়ার বাহক। যদি দু’জন থ্যালাসেমিয়া বাহকের মধ্যে বিয়ে হয় তাহলে থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত শিশুর জন্মের আশঙ্কা ২৫ শতাংশ থেকে যায়। যার অর্থ দুই বাহকের মধ্যে বিয়ে হলে তাদের প্রতি চার শিশুর মধ্যে একজন থ্যালাসেমিয়া রোগী হয়ে জন্ম নিবে। ৫০ শতাংশ শিশুর বাহক হওয়ার আশঙ্কা থাকে। এর অর্থ দুইটি শিশুর মধ্যে একটি শিশু বাহক হওয়ার আশঙ্কা থাকে। আবার অনেক সময় দেখা যায় যে দুই বাহক দম্পতির ঘরে দুই বা তিনটি শিশু থাকলে তারা সবাই থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত।

থ্যালাসেমিয়া রোগী মহিমা খাতুন (১৮)। তিনি ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থী। তিনি জানান, তার বাড়ি রাজশাহীর পবা উপজেলার দুয়ারি গ্রামে। তাকে প্রতি মাসেই রক্ত নিতে হয়। তার ছোট ভাই জায়ান আল কারিম (৪) সেও থ্যালাসেমিয়ার রোগি। বাবা মাইনুল ইসলাম পেশায় কৃষক। তার পক্ষে বিদেশে নিয়ে গিয়ে তাদের উন্নত চিকিৎসা করানো সম্ভব নয়। প্রতি মাসে রক্ত নিয়েই তাঁদের বেঁচে থাকতে হচ্ছে।

রাজশাহী মহানগরীর রানীনগর এলাকার মঞ্জুর খন্দকার জানান, তার মেয়ে মুন (১৪) থ্যালাসেমিয়ায় আক্রান্ত। তার আরেক সন্তান মুরাদ (২৩) কিছু দিন আগে মারা যান। মুরাদও থ্যালাসেমিয়ায় আক্রান্ত ছিলেন।

মঞ্জুর খন্দকার জানান, প্রতি মাসে রক্ত জোগাড় করতে তাকে হিমশিম খেতে হয়। সারাদিন মাথায় একটাই চিন্তা থাকে যে তার সন্তানের রক্ত লাগবে। তার মেয়ে মুনের আগে প্রতি মাসে এক ব্যাগ রক্ত লাগতো। এখন প্রতিমাসে ২ থেকে ৩ ব্যাগ রক্ত দিতে হয়।

মঞ্জুর খন্দকার জানান, বিয়ের আগে সচেতনতা হওয়াটা খুব জরুরি। কারো পরিবারে যদি থ্যালাসেমিয়া রোগী থাকে তাহলে সে পরিবারের সুখ নষ্ট। সন্তানকে নিয়ে কষ্ট করাই হবে। নীরবে সন্তানকে ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যেতে দেখা ছাড়া কোন উপায় থাকে না। উন্নত চিকিৎসা করানোর মতো সামর্থ্য সবার থাকে না। তা না হলে সারা জীবন পস্তাতে হবে।

অসহায় মানুষের রক্তের প্রয়োজনে পাশে দাঁড়ানোর স্বেচ্ছাসেবী সংগঠন রক্ত বন্ধনের পরিচালক রুমেল রহমান জানান, তাদের কাছে প্রতি মাসে ৭০ জনের বেশি থ্যালাসেমিয়া রোগি আসে রক্তের প্রয়োজনে।

রুমেল রহমান বলেন, আগেই বলেছি বাবা-মা উভয়ে থ্যালাসেমিয়ার বাহক হলে তবেই সন্তান এই মরণব্যাধিতে আক্রান্ত হয়। বিয়ের আগে স্বামী-স্ত্রী বা অন্তত একজনের রক্ত পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া যায় সন্তানের থ্যালাসেমিয়া হওয়ার ঝুঁকি বা সম্ভাবনা আছে কি না। যদি প্রথম জনের শরীরে থ্যালাসেমিয়া জীবাণুর উপস্থিতি পাওয়া যায়, তাহলে ২য় জনের রক্ত পরীক্ষা করাটাও বাধ্যতামূলক। যদি একজনের শরীরে জীবাণু পাওয়া যায় আর অপরজনের দেহে এই জীবাণুর অস্তিত্ব না থাকে তাহলে বিয়ে করতে বা বিয়ের পরে সন্তান নেওয়াতে কোনো বাঁধা নাই। তবে উভয়ের দেহে এই জীবাণুর উপস্থিতি থাকলে অর্থাৎ হবু স্বামী, স্ত্রী উভয়েই থ্যালাসেমিয়ার বাহক হলে সেই বিয়ে বন্ধ করে বা বিয়ের পরে সন্তান না নিয়ে এই রোগের বিস্তার বন্ধ করা একমাত্র রাস্তা।

তিনি আরো বলেন, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে থ্যালাসেমিয়া নিয়ে ঘনঘন সেমিনার ভালো একটি পদক্ষেপ হতে পারে। বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলোতে। কারণ এই লেভেলে বা পড়ালেখা শেষ করার পরেই অনেকে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। তাদের সচেতন করা গেলে তাদের মাধ্যমে অনেকেই এই বিষয়ে জানতে পারবে।

আবার বিভিন্ন উপসনালয়গুলোর উপাসকদের মাধ্যমে এই বিষয়ে মানুষকে সচেতন করা যেতে পারে। শুধু শহর কেন্দ্রিক নয়, পাশাপাশি গ্রামাঞ্চলেও এই বিষয়ে সচেতনতা ছড়াতে হবে। রোগ তো গ্রাম বা শহর বুঝে না।

বিয়ের আগে রক্ত পরীক্ষার রিপোর্ট বাধ্যতামূলক। রিপোর্ট না থাকলে বিয়ে পড়ানো যাবে না। এবং উভয়ের রিপোর্ট পজেটিভ হলে বিয়ে পড়ানো যাবে না। এমন একটি আদেশ যদি সরকার বা আদালত থেকে জারি করা যায় তাহলে এই রোগের বিস্তার কমানো সম্ভব।

বিএইচ

শেয়ার