বিপর্যয়, সমকালীন সংকট মানুষের দৈনন্দিন জীবন কুড়ে খায়। প্রকৃতি বড় অভিভাবক দায় নিয়ে নিয়ত বাঁচায়। কিন্তু কত নিষ্ঠুর মানুষ। নদী-নালা, খাল-বিল, পশু-পাখি, বৃক্ষ এবং পাহাড় ধ্বংস হচ্ছে। চারপাশ উন্নত হলেও মানসিক অসুখে বিপন্ন মানবিক জগৎ। উড়ছে সোনালি সময় কিন্তু দম বন্ধ হচ্ছে মনোজাগতিক চিন্তার অভাব দেখে।
ভালো মানুষগুলো খুঁজছে, শান্তি কোথায়? সুখহীন নিবৃত্ত মানুষ জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছে। অল্প আয়ের উপর ভর করে দেশসেবার জন্য তৈরি করছে সন্তানকে। চাকুরী জীবনে সততাই জীবনের ঝুঁকি।
ড. ফজলুল হক সৈকত বলেন- আমাদের পূর্ব পুরুষের কাছে খুব চেনা গ্রামীণ সংস্কৃতির আলো যে আজ আর দেখা যায় না, কিন্তু সেই আলোয় কী যে এক মায়া মাখা ছিল, তার প্রয়োজনের তাগিদ নতুন প্রজন্মকে হয়তো ভাবিয়ে তোলে কখনো কখনো কাহিনির কোনো মোড়ে। শেষ পর্যন্ত একটা মানবিক সমাজ গড়ার আর্তির বাতাস জমা হয়ে থাকে অদেখা কোনো মানুষের পচে যাওয়া মনে ও মননে।
মা, তুমি কেমন আছো? ভালো আছো বা নেই। মা মনস্তাত্ত্বিক শব্দ। মায়ের ঋণ পৃথিবীর কোন সন্তানই শেষ করতে পারে না। জন্মদাগ মাতৃত্বের চিহ্ন লেগে থাকে শরীরের কোন ভাঁজে। মনে পড়ে মায়ের মুখ। মায়েরা সহনশীল ও উদার। সন্তানের সুখ ও শান্তির কথা চিন্তা করে ছেড়ে দেন।
অনেক মা গ্রামে থাকে, গ্রামের মেঠোপথে অনেক কৃষিজমি, গাছগাছালি। মায়েরা সন্তানের অভাব পূরণ করে এসব গাছের সাথে আলাপচারিতায়। মা নিঃসঙ্গ, সন্তান নগরের যানজটে, অস্থির এবং ব্যস্ত। গাঁয়ের জমির উপর হামাগুড়ি খায় পড়শিরা। মা তাদের বারণ করে কিন্তু কেউ কথা শোনে না। এমন একজন সাজেদা বেগম।
গিরিকন্যা উপন্যাসে তিনি গ্রামের মানবিক ও উদার মা। পেটের সন্তান শহরে থাকে ব্যস্ত সে, তাতে তার আক্ষেপ নেই। পড়শির সন্তানরাই তাঁর সন্তান। এসব কাহিনির অন্তরালে গ্রাম ও শহরের রেখাচিত্রের বিন্যাস।
উপন্যাস গিরিকন্যা, ঘুমিয়ে পড়া নিস্তরঙ্গ গ্রাম, শহর ও নগরের মানবিক দুর্যোগ, অপচয় ও ঘুষ চুরির হিড়িক দেখছে। উপন্যাসের দুজন সাহসী ও উদ্যমী চরিত্র। তাতের নাম অদ্রি ও পারিজাত। পরিবেশ আন্দোলন কর্মী হিসেবে কাজ করছে শিক্ষার্থী। সময় সমাজ এবং পরিবারের সাথে লড়াই করে প্রকৃতি রক্ষা, সমাজ ও সংস্কৃতি বদলে মুঠোবন্দি তারা। বদলাতে হবে নিজেদের। জীবন মানেই যুদ্ধ। এসবের শেকড় অনুসন্ধানের কাহিনিই উপন্যাস গিরিকন্যা।
লেখকঃ শাহমুব জুয়েল।
পাওয়া যাবে: একুশে গ্রন্থমেলা-২০২১, প্রকাশক: দেশ পাবলিকেশন্স, প্রচ্ছদ: মোস্তাফিজ কারিগর, মূল্য: ৫০০/- (পাঁচশত টাকা মাত্র)
প্রি অর্ডার চলছে রকমারি.কম’এ