Top

রোহিঙ্গা প্রত্যাবাসনে ভারত ও চীনের ভূমিকাই মূখ্য: পররাষ্ট্রমন্ত্রী

১৯ মে, ২০২৪ ৩:২৫ অপরাহ্ণ
রোহিঙ্গা প্রত্যাবাসনে ভারত ও চীনের ভূমিকাই মূখ্য: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, প্রত্যাবাসনে ভারত ও চীন অংশগ্রহণ বাড়ালে রোহিঙ্গা সংকটের দ্রুত সমাধান হবে। কারণ এ ইস্যুতে দুটি দেশের ভূমিকা মূখ্য।

রোববার (১৯ মে) জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই সঙ্কট সমাধানে আন্তর্জাতিক চাপ অব্যাহত রাখা ও আন্তর্জাতিক আদালতে করা মামলা পক্ষে এলে, মিয়ানমার দ্রুত প্রত্যাবাসন শুরু করবে। দেশটির পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকে এ বিষয়ে ইতিবাচক মনোভাবই পাওয়া গেছে।

মন্ত্রী বলেন, রোহিঙ্গাদের প্রত্যাবাসন একমাত্র সমাধান নয়। সব মৌলিক অধিকার নিশ্চিত করে ফেরত পাঠানোই আসল সমাধান। এসময় রোহিঙ্গারা স্থানীয়দের কর্মসংস্থান নষ্ট করছে বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে কিরগিজস্তানে বিদেশিদের ওপর হামলার ঘটনা প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এতে বাংলাদেশি কোনো ছাত্র গুরুতর আহত হয়নি। দেশটির সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। উজবেকিস্তানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতকে কিরগিজস্তানে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে বলেও জানান তিনি।

এম জি

শেয়ার