Top

প্রেসিডেন্ট রাইসির চেয়ারে বসছেন মোখবার

২০ মে, ২০২৪ ৬:৪৯ অপরাহ্ণ
প্রেসিডেন্ট রাইসির চেয়ারে বসছেন মোখবার

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গেছেন। সোমবার (২০ মে) সকালে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। রাইসির মৃত্যুতে দেশটির প্রেসিডেন্ট তথা সর্বোচ্চ রাজনৈতিক নেতৃত্বের চেয়ার খালি হয়েছে। এখন প্রশ্ন হলো, কে বসতে চলেছেন সেই পদে? কোন পদ্ধতিতেই বা নতুন ইরানি প্রেসিডেন্ট নির্বাচিত হবেন?

ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়, ইরানের সংবিধান অনুযায়ী- প্রেসিডেন্টের মৃত্যুর পর অন্তর্বর্তীকালীন ওই ভূমিকা পালন করবেন ভাইস প্রেসিডেন্ট। সেই হিসাবে মোহাম্মদ মোখবার সাময়িকভাবে প্রেসিডেন্টের দায়িত্ব সামলাতে পারেন। তবে তাকেও সাংবিধানিক প্রক্রিয়া মেনে কাজ করতে হবে।

ইরানের সংবিধানে বলা হয়েছে, প্রেসিডেন্টের আচমকা মৃত্যু হলে ভাইস প্রেসিডেন্ট ওই দায়িত্ব সামলাবেন। সরকারের তিন সদস্যের কাউন্সিলের সদস্য হিসেবেই কর্তব্য পালন করবেন তিনি। সেই কাউন্সিলে দেশটির পার্লামেন্টের স্পিকার এবং বিচার বিভাগের প্রধান রয়েছেন। প্রেসিডেন্টের মৃত্যুর ৫০ দিনের মধ্যে দেশে নতুন করে নির্বাচনের আয়োজন করবেন তারা। এর মাধ্যমেই পরবর্তী ইরানি প্রেসিডেন্ট নির্বাচিত হবেন।

২০২১ সালে ইরানের প্রেসিডেন্ট হন রাইসি। সেসময় প্রথমবার ভাইস প্রেসিডেন্ট হয়েছিলেন মোখবার। বর্তমানে তার বয়স ৬৯ বছর। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের ঘনিষ্ঠ বলে পরিচিত তিনি।
গত রোববার রাতে পূর্ব আজারবাইজানে পাহাড়ে ধাক্কা খেয়ে ভেঙে পড়ে প্রেসিডেন্ট রাইসিসহ ঊধ্র্বতন কর্মকর্তাদের বহনকারী হেলিকপ্টার। তাতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমিরাবদোল্লাহিয়ানও ছিলেন। দুর্ঘটনায় দুজনেরই মৃত্যু হয়েছে বলে জানিয়েছে রয়টার্স। মূলত খারাপ আবহাওয়া, কুয়াশার কারণে হেলিকপ্টারটি দুর্ঘটনার কবলে পড়ে বলে দাবি করে সংবাদমাধ্যমটি।

এরই মধ্যে ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে। নিহতদের মরদেহও পাওয়া গেছে। রাজনীতি বিশেষজ্ঞরা বলছেন, রাইসির মৃত্যুর প্রভাব পড়তে চলেছে পশ্চিম এশিয়ায় ভূ-রাজনীতিতে। ইতোমধ্যে মধ্যপ্রাচ্যে পড়েছে। আরব মালভূমির দেশগুলো এই ঘটনায় শোক প্রকাশ করেছে।

শেয়ার