Top

মাঝ-আকাশে প্রবল ঝাঁকুনিতে বিমানে নিহত ১, আহত ৩০

২১ মে, ২০২৪ ৬:৪৪ অপরাহ্ণ
মাঝ-আকাশে প্রবল ঝাঁকুনিতে বিমানে নিহত ১, আহত ৩০

মাঝ-আকাশে ঝড়ো বাতাসে প্রবল ঝাঁকুনিতে লন্ডন থেকে সিঙ্গাপুরগামী বিমানের এক যাত্রী নিহত হয়েছেন। সেই সঙ্গে ৩০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২১ মে) বরাত দিয়ে দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

এতে বলা হয়, স্থানীয় সময় সোমবার (২০ মে) সকাল ১০টা ৩৮ মিনিটের দিকে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা দেয় সিঙ্গাপুর এয়ারলাইন্সের এসকিউ৩২১ বোয়িং বিমান। তাতে ২১১ যাত্রী এবং ১৮ কর্মী ছিলেন।

বিমান সংস্থাটি জানিয়েছে, মাঝ আকাশেই ‘এয়ার টার্বুল্যান্সের’ মধ্যে পড়ে বিমানটি। প্রবল ঝাঁকুনিতে যাত্রীরা আহত হন। যাদের সিট বেল্ট বাঁধা ছিল না, তারা ছিটকে অন্যদিকে চলে যান। এই ঘটনায় এক যাত্রীর মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা ৩০।

এই পরিস্থিতিতে মঙ্গলবার পৌনে ৪টা নাগাদ বিমানটিকে ব্যাংককের সুবর্ণভূমি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করানো হয়। ইতোমধ্যে আহত যাত্রীদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

নিহত যাত্রীর পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে সিঙ্গাপুর এয়ারলাইন্স এক বিবৃতিতে বলেছে, বোয়িং বিমানে একজনের মৃত্যু হয়েছে। অনেকে আহত হয়েছেন। বিমানে থাকা সব যাত্রী এবং ক্রু সদস্যকে সবধরনের সহায়তা দেয়া হবে। আহত যাত্রীদের চিকিৎসার জন্য থাইল্যান্ডের স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হচ্ছে। যেকোনও অতিরিক্ত সহায়তাদানের জন্য আমাদের একটি দলকে ব্যাংককে পাঠানো হচ্ছে।

তবে কেন বিমানটি ‘এয়ার টার্বুল্যান্সের’ মধ্যে পড়ে, তা নিয়ে কিছু জানায়নি সিঙ্গাপুর এয়ারলাইন্স। এর আগে গত রোববার হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিসহ কয়েকজন ঊধ্বতন কর্মকর্তা। একদিন না যেতেই আরেক দুর্ঘটনা ঘটলো।

শেয়ার