Top

বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

২২ মে, ২০২৪ ২:৩৭ অপরাহ্ণ
বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে এক দিনের জন্য সব ধরণের আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। তবে বন্ধের সময়ে ইমিগ্রেশন দিয়ে পাসপোর্ট ধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।

বুধবার (২২ মে) বেলা ১২টার সময় বাংলাবান্ধা স্থলবন্দর ল্যান্ডপোর্ট লিমিটেডের ইনচার্জ আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, বৌদ্ধ পূর্ণিমার উপলক্ষে বুধবার (২২ মে) সকাল থেকে স্থলবন্দর দিয়ে বাংলাদেশ, ভারতের, নেপাল ও ভুটানের মধ্যে সব প্রকার আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে।

তবে আগামী বৃহস্পতিবার (২৩ মে) সকাল থেকে আমদানি-রপ্তানি পুনরায় চালু হবে।

বিএইচ

শেয়ার