Top

সিলেটের প্রথম হজ ফ্লাইট গেল মদিনায়

২২ মে, ২০২৪ ৭:১৮ অপরাহ্ণ
সিলেটের প্রথম হজ ফ্লাইট গেল মদিনায়
সিলেট ব্যুরো :

সিলেট থেকে প্রথম হজ ফ্লাইট মদিনায় পৌঁছেছ। গতকাল বুধবার বিকাল ৪টা ৪০ মিনিটে ৩৮৯ জন হাজি নিয়ে বিমানের বিজি-২৩৭ ফ্লাইট সিলেট ওসমানী আন্তর্জাতিক এয়ারপোর্ট থেকে উড়াল দেয়।

এর আগে বিকাল ৩টায় বিমানবন্দরে সিলেট-মদিনা হজ ফ্লাইটের উদ্বোধন করেন প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী ও সিলেট-২ আসনের এমপি শফিকুর রহমান চৌধুরী।

এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মাওলানা হুছামুদ্দিন চৌধুরী এমপি, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য শফিউল আলম চৌধুরী নাদেল এমপি এবং সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী।

বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের ডিস্ট্রিক ম্যানেজার শাহনেওয়াজ মজুমদার বলেন-ঢাকা থেকে ২৯ জন হাজি নিয়ে এসে ফ্লাইটটি সিলেটের ৩৬০ জনসহ মোট ৩৮৯ জন নিয়ে বিকাল ৪টা ৪০ মিনিটে মদিনার উদ্দেশ্যে রওয়ানা হয়।

বিমান সূত্র জানিয়েছে- সিলেট অঞ্চলের হজযাত্রীদের জন্য এবার ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৫টি ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৫টি ফ্লাইটে মোট ২ হাজার ৯৫ হজযাত্রী পরিবহন করা হবে। প্রথম দিনের ফ্লাইট ছাড়া বাকিগুলো পরিচালিত হবে সিলেট-জেদ্দা রুটে। বাকি চারটি ফ্লাইটের শিডিউল হচ্ছে আগামী ১, ৩, ৬ ও ৯ জুন।

এসকে

শেয়ার