Top

কুশিয়ারা নদী কাড়লো দুই বোনের প্রাণ

২৫ মে, ২০২৪ ৭:৫৫ অপরাহ্ণ
কুশিয়ারা নদী কাড়লো দুই বোনের প্রাণ
সিলেট ব্যুরো :

সিলেটের গোলাপগঞ্জে কুশিয়ারা নদীতে গোসল করতে নেমে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দুপুরে উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের ফতেহপুর পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে। মৃত দুই শিশু এ গ্রামের জয়নাল আহমদের মেয়ে সুহেদা বেগম (১০) ও মাজেদা বেগম (৫)।

জানা যায়, গতকাল দুপুরে সুহেদা ও মাজেদা আরও কয়েকজন শিশুর সঙ্গে বাড়ির পার্শ্ববর্তী কুশিয়ারা নদীতে গোসল করতে নামে। এসময় পানির নীচে তলিয়ে

যায় তারা দুজন। অন্য শিশুরা অভিভাবকদের জানালে শুরু হয় খোঁজাখুঁজি।

তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করতে না পেরে স্থানীয় জেলেরা জাল ফেলে তাদের খোঁজ করেন। বিকাল ৩টার দিকে জেলেদের জালে উঠে আসে সাজেদা ও মাজেদার লাশ। পরে রাতে তাদের দাফন সম্পন্ন হয়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাছুদুল আমীন

এসকে

শেয়ার