Top
সর্বশেষ

ক্ষেতলালে বড়তারা ইউপির উন্মুক্ত বাজেট ঘোষণা

২৯ মে, ২০২৪ ৬:১৮ অপরাহ্ণ
ক্ষেতলালে বড়তারা ইউপির উন্মুক্ত বাজেট ঘোষণা
জয়পুরহাট প্রতিনিধি :

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বড়তারা ইউনিয়ন পরিষদের ২০২৪-২৫ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।

বুধবার দুপুরে বড়তারা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বোরহান উদ্দিন উন্মুক্ত বাজেট ঘোষণা করেন।

এবছর বাজেটে সম্ভাব্য আয় ধরা হয়েছে ২ কোটি ৪৮ লাখ ৫৪ হাজার ৪৬০ টাকা, ব্যয় ২ কোটি ৪১ লক্ষ ৩৭ হাজার ৬০ টাকা। এছাড়া উদ্বৃত্ত ধরা হয়েছে ৭১ লক্ষ ৭ হাজার ৪০০ টাকা।

সভায় বড়তারা ইউনিয়ন পরিষদের সদস্য শফিকুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, বড়তারা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (সচিব) রুসুম আলী, সদস্য নুরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা সানোয়ার হোসেন, বড়তারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহের আকন্দ, কৃষ্ণনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরমান আলী খান, বড়তারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মেহেদী হাসান প্রমুখ।

এসকে

শেয়ার