Top

দ্রুততম সময়ে এভারেস্ট জয়ের বিশ্বরেকর্ড

২৯ মে, ২০২৪ ৭:০৯ অপরাহ্ণ
দ্রুততম সময়ে এভারেস্ট জয়ের বিশ্বরেকর্ড

মাত্র ২৪ ঘণ্টা ২৬ মিনিটে মাউন্ট এভারেস্টের চূড়ায় উঠেছেন নেপালের ফুঞ্জো লামা। নারী হিসেবে দ্রুততম সময়ে বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গে ওঠার বিশ্বরেকর্ড এটি। সিএনএনের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

এতে বলা হয়, গত ২৩ মে বিকেল ৩টা ৫২ মিনিটে বেস ক্যাম্প ছাড়েন ফুঞ্জো। সকাল ৬টা ২৩ মিনিটের দিকে এভারেস্টের চূড়ায় ওঠেন তিনি। সেখান থেকে নামতে সময় নেন ৯ ঘণ্টা ১৮ মিনিট।

মূলত বেস ক্যাম্প থেকে সবচেয়ে দ্রুত আরোহণের রেকর্ড ধরা হয়। কারণ, চরম উচ্চতায় খাপ খাওয়ানোর জন্য সেখানে পর্বতারোহীদের বেশ কিছু দিন থাকতে হয়। এভারেস্টের চূড়ায় ওঠার আগে যেখানে ৩ সপ্তাহ অতিবাহিত করেন ফুঞ্জো।

গিনেস বিশ্বরেকর্ডের তথ্য অনুযায়ী, ২০১৮ সালে ৩৯ ঘণ্টা ৬ মিনিটে এভারেস্ট জয় করে রেকর্ড করেন ফুঞ্জো। তবে ২০২১ সালে ২৫ ঘণ্টা ৫০ মিনিটে সেই রেকর্ড ভেঙে দেন হংকংয়ের অ্যাডা সাং। ওই বছর ছিল ফুঞ্জোর দ্বিতীয়বারের মতো আরোহণ।

পুরুষদের মধ্যে সবচেয়ে দ্রুততম সময়ে এভারেস্ট জয়ের রেকর্ড নেপালি লাকপা গেলু শেরপার। ২০০৩ সালে মাত্র ১০ ঘণ্টা ৫৬ মিনিটে চূড়ায় ওঠেন তিনি।

গত বুধবার (২২ মে) রেকর্ড ৩০বার মাউন্ট এভারেস্টের জয় করেন নেপালের কামি রিতা শেরপা। মাত্র ১০ দিনের মাথায় দ্বিতীয়বারের মতো বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের চূড়ায় ওঠেন তিনি।

শেয়ার