Top
সর্বশেষ

এশিয়ার সেরা মুদ্রা পাকিস্তানি রুপি

২৯ মে, ২০২৪ ১০:৩০ অপরাহ্ণ
এশিয়ার সেরা মুদ্রা পাকিস্তানি রুপি

এবার বড় চমক দেখালো পাকিস্তানের রুপি। এশিয়ার সেরা মুদ্রা র‌্যাংকিংয়ে শীর্ষস্থান দখল করেছে এটি। দেশটির শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম সামা টিভির এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

এতে বলা হয়, যুক্তরাষ্ট্রের ডলারের বিপরীতে পাকিস্তানি রুপির বিনিময় হার বেড়েছে ৩ দশমিক ১ শতাংশ। মূলত, এখন রোশান ডিজিটাল অ্যাকাউন্টের (আরডিএ) মাধ্যমে দেশটিতে বৈদেশিক মুদ্রা পাঠাচ্ছেন প্রবাসীরা। মুদ্রাটির উত্থানের অন্যতম নেপথ্য কারণ এটি।

আগের তুলনায় এখন বেশি করে আরডিএ’র মাধ্যমে পরিবারের কাছে অর্থ পাঠাচ্ছেন বিদেশে কর্মরত পাকিস্তানিরা। চ্যানেলটিতে এখন পর্যন্ত প্রায় ৮০০ কোটি ডলার পাঠিয়েছেন তারা।

এছাড়া রেমিট্যান্স প্রবাহ শক্তিশালী হয়েছে। রপ্তানি স্থিতিশীল রয়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এবং বিশ্বব্যাংকের মতো প্রতিষ্ঠান থেকে ঋণ পাওয়া গেছে। ফলে পাকিস্তানের অর্থনীতিতে স্থিতিশীলতা এসেছে। বিনিয়োগকারীদের আস্থা আরও বেড়েছে। সবমিলিয়ে পাকিস্তানি রুপির মান বৃদ্ধি পেয়েছে।

এশিয়ার সেরা মুদ্রা র‌্যাংকিংয়ে দ্বিতীয় স্থান অর্জন করেছে শ্রীলঙ্কার রুপি। দেশটির মুদ্রার বিনিময় হার ২ দশমিক ৭ শতাংশ উন্নতি হয়েছে। তবে ভারত, চীন, ভিয়েতনাম ও বাংলাদেশের মতো প্রতিবেশী দেশগুলোর মুদ্রার ৫ দশমিক ৬ শতাংশ পর্যন্ত অবনমন ঘটেছে।

শেয়ার