Top
সর্বশেষ

ফ্রান্স-ইতালি সফরে যাচ্ছেন বাইডেন ও জেলেনস্কি

০৫ জুন, ২০২৪ ৯:৩৬ অপরাহ্ণ
ফ্রান্স-ইতালি সফরে যাচ্ছেন বাইডেন ও জেলেনস্কি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি চলতি সপ্তাহে ফ্রান্সের নরমান্ডিতে সাক্ষাৎ করবেন। এরপর ইতালিতে জি-সেভেনের বৈঠকে আবারো উভয়ের বৈঠক হবে। এসময়ে রাশিয়ার বিরুদ্ধে কিয়েভের যুদ্ধ নিয়ে আলোচনা করবেন তারা। মঙ্গলবার (৫ জুন) হোয়াইট হাউস এ কথা জানিয়েছে।

মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান সাংবাদিকদের বলেছেন, চলতি সপ্তাহে নরমান্ডিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ডি-ডে’র ৮০তম বার্ষিকীতে জেলেনস্কির সঙ্গে বসার সুযোগ পাচ্ছেন বাইডেন। এসময়ে ইউক্রেনের পরিস্থিতি এবং দেশটিকে কীভাবে আরো নিবিড় ও অব্যাহতভাবে সাহায্য করা যায় তা নিয়ে কথা বলবেন তিনি।

জ্যাক সুলিভান বলেন, আগামী ১৩ থেকে ১৫ জুন ইতালির বারি শহরে জি- সেভেনের বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। সেখানেও উভয় নেতা বৈঠক করবেন। সুতরাং এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে দুই দফা বৈঠক করবেন বাইডেন।

জি-সেভেনের বৈঠকের পরই সুইজারল্যান্ডে লুসার্নে ইউক্রেনের সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তবে তাতে যোগ দিচ্ছেন না বাইডেন। মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ও সুলিভান সুইস সম্মেলনে যোগ দেবেন।

শেয়ার