Top

বাজেট নিয়ে ভাবনা নেই খেটে খাওয়া মানুষের

০৬ জুন, ২০২৪ ৩:৩১ অপরাহ্ণ
বাজেট নিয়ে ভাবনা নেই খেটে খাওয়া মানুষের
এম আরাফাত, রাজশাহী :

প্রতি বছর জুন মাস আসলেই ‘বাজেট’ ঘিরে মানুষের আগ্রহ থাকে তুঙ্গে। সার্বিকভাবে চাওয়া পাওয়ার হিসেব মিলাতে বসেন অনেকেই। জটিল অঙ্কের হিসেবে উঠে আসে দেশের আয়-ব্যয়ের হিসাব। ব্যবসায়ী থেকে শুরু করে দেশের উচ্চ পদস্থ কর্মচারীদের মধ্যে বাজেটের বিষয়টি বেশ গুরুত্ব পায়। নানান হিসেব-নিকেশের ভাবনা ঘোরপাক খায় তাদের মাথায়। কিন্তু খেটে খাওয়া মানুষের কাছে ‘বাজেট’ নিয়ে ভাবনার কথা মাথায় থাকে না। তারা চায় ডাল-চাল-তেলের দাম কমে যায়। তাতেই খুশি তারা।

রাজশাহী মহানগরীর কয়েরদাঁড়া এলাকার রিকশাচালক আজিম। প্রতিদিন রিকশা চালিয়ে যার পায় তা দিয়েই সংসার চলে তার। বাজেট ভাবনা নিয়ে প্রশ্ন করতেই আজিম বলেন, ‘ভাই, পেটের ভাবনা ভাবতেই দিন যায় বাজেট নিয়ে চিন্তা করার টায়াম নাই। সরকার কি থেকে কী করছে জানি না। আমি শুধু জানি চাল-ডাল-তেলের দাম যেনো কমে। জিনিসের যা দাম ক্যামন করে জীবন সংসার চলে হুস থাকে না।’

দেশের প্রত্যেক সাধারণ মানুষকে আয় ও ব্যয়ের হিসাব করে জীবন জীবিকা চালাতে হয়। সাধারণ মানুষের ভাবনাগুলো সাধারণ হয়ে থাকে। তারা আয়ের সঙ্গে ব্যয় নির্ধারণ করে থাকে।

তৈফিক হাসান মিলন (২৮)। বাড়ি রাজশাহী মহানগরীর সাধুর মোড় এলাকায়। তিনি একটি বেসরকারি কোম্পানিতে মার্কেটিং এ চাকুরি করেন। মিলন বলেন, মাস শেষে বেতন পাই ১৭ হাজার টাকা। বাড়িতে তার স্ত্রী ও এক সন্তান। কোনোভাবে টেনেটুনে সংসার চলে। নিজের ভাবনা নিয়েই সময় পাওয়া যায় না। বাজেট নিয়ে আর কি ভাববো। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমলেই আমরা খুশি।

রাজশাহীর উপশহর এলাকায় একটি ভবন নির্মাণের কাজ করছেন দুরুল হুদা। তার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ এলাকায়। বাজেট ভাবনা নিয়ে প্রশ্ন করতেই তিনি বলেন, ‘হারগের অতো কিছু ভাইব্যা কি হবে কহেন? হারা দিন আনি দিন খাই। হারা কাজ কি ভাত খাই। ছ্যালেপুলে লিয়ে দু’বেলা খাতি প্যারলেই হলো।’

নগর ভবনের মোড়ে পান দোকানদার মোজাফ্ফর হোসেন। তিনি বলেন, সারাদেশে জিনিসপত্রের দাম যেভাবে বাড়ছে, আমাদের ক্রয়সীমার ওপরে চলে গেছে। চাল, ডাল, তেল, চিনি থেকে শুরু করে সবকিছুর উর্ধ্বগতি। আগামী বাজেটে যদি এসব পণ্যের দাম যদি না কমে তাহলে আমরা গরিবরা তো মাঠে মারা যাবো। আমরা ক্রয় করতে না পারলে খাবো কি। আমরা চাই আগামী বাজেটে সরকার যেন নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম কমানোর ব্যবস্থা করে ‘

নগরীর দড়িখরবোনা এলাকায় চায়ের দোকানদার সজল। তিনি বলেন, ‘সারাদিন চা বিক্রি করে সংসারে যা কামাই করি তার চেয়ে খরচ বেশি হইয়া যায়। সব জিনিসের খুব দাম। ৫০ টাকার নিচে কোন সবজি নাই। ৫০ টাকা আয় করতে ২৫ কাপ চা বিক্রি করতে হয়। যদি সরকার গরিবের কথা খেয়াল করে নতুন বাজেটে জিনিসের দাম কমাইয়া দেয়, তাইলে সংসার নিয়া বাঁচা যাবে।’

এআরএস

শেয়ার