Top

দাম বাড়বে আইসক্রিম ও কোমল পানীয়ের

০৬ জুন, ২০২৪ ৪:৪১ অপরাহ্ণ
দাম বাড়বে আইসক্রিম ও কোমল পানীয়ের

২০২৪-২০২৫ অর্থ বছরের বাজেটে সব ধরনের আইসক্রিমের ওপর বিদ্যমান সম্পূরক শুল্কহার ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১০ শতাংশ নির্ধারণ করার প্রস্তাব করা হয়েছে। এছাড়া সব ধরনের কার্বোনেটেড বেভারেজ বা কোমল পানীয়র দামও বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।

অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বৃহস্পতিবার (৬ জুন) জাতীয় সংসদে নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করার সময় এ শুল্কহার বৃদ্ধির প্রস্তাব করেন।

অর্থমন্ত্রী বলেন, ‘সব ধরনের আইসক্রিমের ওপর বিদ্যমান সম্পূরক শুল্কহার ৫ শতাংশের পরিবর্তে ১০ শতাংশ নির্ধারণ করার প্রস্তাব করছি। কার্বনেটেড বেভারেজের ওপর বিদ্যমান সম্পূরক শুল্ক হার ২৫ শতাংশের পরিবর্তে ৩০ শতাংশ নির্ধারণের প্রস্তাব করছি।’

৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার প্রস্তাবিত এই বাজেট বক্তব্যের শিরোনাম ‘সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার।’ আগামী ৩০ জুন বাজেট পাস হওয়ার কথা রয়েছে।

এআরএস

শেয়ার