Top

ভারতের এমপিরা যেসব সুবিধা পাবেন

০৭ জুন, ২০২৪ ৯:০৬ অপরাহ্ণ
ভারতের এমপিরা যেসব সুবিধা পাবেন

ইতোমধ্যে ভারতের লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। সে অনুযায়ী নতুন সরকার গঠন করতে যাচ্ছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। সেই সঙ্গে টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হচ্ছেন নরেন্দ্র মোদি। এনডিটিভির এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।

এতে বলা হয়, দেশটির লোকসভায় মোট আসন ৫৪৩। এর মধ্যে এনডিএ পেয়েছে ২৯৩ আসন। আর কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট পেয়েছে ২৩২ আসন। এরই মধ্যে চাউর হয়েছে, ভারতের সংসদ সদস্যরা মূল বেতন হিসেবে মাসে ১ লাখ রুপি পান। মূল্যস্ফীতির সঙ্গে সঙ্গতি রেখে ২০১৮ সালে তাদের বেতন বাড়ানো হয়।

এছাড়া সংসদীয় আসনের জন্য ভাতা হিসেবে মাসে ৭০ হাজার রুপি দেয়া হয় দেশটির এমপিদের। স্থানীয় অফিসের দেখভাল ও সংসদীয় আসন ঘুরে দেখার জন্য তা দেয়া হয়। অফিসের ব্যয় বাবদ একজন সংসদ সদস্যকে মাসে দেওয়া হয় ৬০ হাজর রুপি। এর আওতার মধ্যে রয়েছে স্টেশনারি খরচ ও টেলিকমিউনিকেশন কর্মীদের বেতন।

সংসদীয় সেশন ও কমিটির বৈঠককালে একজন এমপিকে দৈনিক ২ হাজার রুপি দেওয়া হয়। এর মধ্যে রয়েছে খাদ্যসহ অন্যান্য খরচ। ভ্রমণ খরচ হিসেবে একজন এমপি ও তার পরিবারের সদস্যরা বছরে ৩৪টি অভ্যন্তরীণ ফ্লাইটের ফ্রি সুবিধা পান। সরকারি কিংবা বেসরকারি কাজে ফ্রিতে প্রথম শ্রেণির ট্রেন ভ্রমণের সুবিধা দেওয়া হয় তাদের।

তাছাড়া পাঁচ বছরের মেয়াদকালে এমপিরা ফ্রি আবাসন সুবিধা পাবেন। জ্যেষ্ঠতার ভিত্তিতে কেউ কেউ বাংলো, ফ্ল্যাট ও হোটেল রুম পেতে পারেন। তবে যদি কেউ সরকারি আবাসনে না থাকেন, তাহলে মাসে ২ লাখ রুপি দাবি করতে পারেন।

সংসদ সদস্য ও তাদের পরিবারের সদস্যরা কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য প্রকল্পের অধীনে বিনামূল্যে চিকিৎসা সেবা পাওয়ার অধিকারী। এক মেয়াদে সংসদ সদস্য থাকার পর সাবেক এমপিরা মাসে ২৫ হাজার রুপি করে পেনশন পাবেন। কিন্তু মেয়াদের পরের প্রত্যেক বছরের জন্য ২ হাজার রুপি করে বেশি পাবেন।

এমপিদের জন্য বছরে ১ লাখ ৫০ হাজার পর্যন্ত বিনামূল্যে টেলিফোন কল বরাদ্দ করা হয়। তারা তাদের বাসভবন ও অফিসে বিনামূল্যে উচ্চ-গতির ইন্টারনেট সংযোগ পান। অধিকন্তু এমপিদের বছরে ৫০ হাজার ইউনিট বিদ্যুৎ ও চার হাজার কিলোলিটার পর্যন্ত পানি বিনামূল্যে সরবরাহ করা হয়।

শেয়ার