Top
সর্বশেষ

গুণগত পাট উৎপাদনে বীজ আমদানি নির্ভরতা বন্ধের আহ্বান পাটমন্ত্রীর

০৮ জুন, ২০২৪ ৭:০৯ অপরাহ্ণ
গুণগত পাট উৎপাদনে বীজ আমদানি নির্ভরতা বন্ধের আহ্বান পাটমন্ত্রীর
ফরিদপুর প্রতিনিধি :

বৈদেশিক মুদ্রার আলো দেখতে গুণগত পাটের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন পাট ও বস্ত্র মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। এজন্য গুণগত পাট উৎপাদনে বীজ আমদানি নির্ভরতা বন্ধ করে কৃষকদের বীজতলা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন মন্ত্রী। পাশপাশি, পাটের দাম নির্ধারণ করার জন্য কাজ চলছে বলে মন্ত্রী জানান।

ফরিদপুরে পাট অধিদপ্তরের আয়োজনে পাটখাত সংশ্লিষ্টদের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এ আহ্বান জানান। শনিবার দুপুরে শহরের শিশু একাডেমী হলরুমে মতবিনিময় করেন মন্ত্রী।

তিনি বলেন, ভাল বীজ না হলে ভাল পাট হবে না। ভাল পাট না হলে কৃষক ভাল পয়সা পাবে না এবং বৈদেশিক মুদ্রার আলোও আসবে না। কারন, আমাদের দেশে মাত্র ২৫ ভাগ পাটবীজ উৎপাদন হয় এবং পাশের দেশ থেকে ৭৫ ভাগ বীজ আমদানি করতে হয়। এই আমদানি নির্ভরতা কমিয়ে ফেলতে হবে। আমাদের কৃষকদেরই পাটের বীজতলা করতে হবে নতুবা আমাদের এই আমদানি নির্ভরেই থেকে যেতে হবে।

এ মতবিনিময় সভায় পাটচাষী, পাট ব্যবসায়ী, উদ্যোক্তা ও পাটশিল্প মালিকবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় পাটচাষীরা পাট উৎপাদনের ক্ষেত্রে তীব্র পানির সংকটের কথা তুলে ধরেন। এছাড়া বাড়তি শ্রমিক ও জ্বালানি খরচ হওয়াসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। পাশাপাশি পাটের বাড়তি দামের দাবিও তুলে ধরেন চাষীরা।

রাশেদ মোল্যা নামে এক পাটচাষী বলেন, পাট উৎপাদনে পদে পদে ভোগান্তি পোহাতে হচ্ছে। আমাদের এখানে তীব্র পানি সংকটের কারনে পাট উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে। তবুও পাটের দাম কমে যাচ্ছে। সব ফসলের দাম বৃদ্ধি পাওয়ায় আমরা পাটচাষে থাকতে পারছি না। কারন, পাট পঁচানো থেকে শুরু করে লেবার খরচসহ এক একর পাট উৎপাদনে আমাদের ৭০ হাজার টাকা খরচ হয়ে যাচ্ছে কিন্তু তাতে ২০ মণ পাট উৎপাদন হচ্ছে এবং মাত্র ৫০ হাজার টাকায় বিক্রি করছি। গত তিন বছর যাবৎ আমরা এ ক্ষতির সম্মুখীন হচ্ছি। এ সময় পাট উৎপাদন বৃদ্ধি করার জন্য সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেন।

এ সময় মন্ত্রী পাট পঁচানোর ক্ষেত্রে পানি সংকটের প্রভাবের বিষয়ে আক্ষেপ প্রকাশ করে বলেন- আগে যে পুকুর, ডোবা ছিল আজ সেগুলো নেই। এই সংকট থেকে উত্তোরণের জন্য কি ভাবে পাট জাগ দেয়া যায় সেজন্য বৈজ্ঞানিক চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা চেষ্টা করছি, ছোট্ট একটি জায়গা করে সেখানে পাট জাগ দেয়া যায় কি-না। এটাও যদি সম্ভব না হয় তাহলে কেমিক্যাল দিয়ে পাট পঁচানোর ব্যবস্থা করা যায় কিনা সে বিষয়ে অনেকটা এগিয়ে গিয়েছি। পাশাপাশি পাট খড়িকে রক্ষা করার জন্যও কাজ চলবে।

তৈরি পোশাক শিল্পের মতো পাটশিল্পকেও এগিয়ে নেয়া হবে বলে মন্ত্রী মন্তব্য করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বাদশ সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী হওয়ার পর পাটজাত ও চামড়া শিল্প উন্নয়নে পাঁচ পাঁচবার বক্তব্য দিয়েছেন। তিনি গত পরশু বাজেট পেশে পাটের ব্যাগ ও শাড়ি পড়ে এসেছিলেন। যখন তৈরি পোশাক শিল্প ছোট ছোট আকারে চলছিল, সেই তৈরি পোশাক নিয়েও তিনি কথা বলতেন । তার হাত ধরেই আজ তৈরি পোশাক প্রধানতম রপ্তানিকারক হয়ে উঠেছে। যেটি প্রধানতম বৈদেশিক মুদ্রার ক্ষেত্র হিসেবে গড়ে উঠেছে। এই তৈরি পোশাক শিল্পের পাশপাশি পাটজাত ও চামড়া শিল্পকে বিশ্ব বাজারে প্রসারিত করার জন্য তাগিদ দিচ্ছেন প্রধানমন্ত্রী।

এ সময় তিনি পলিথিন নির্ভরতা কমিয়ে আনার তাগিদ দিয়ে বলেন, আমাদের পলিথিনের তৈরি বস্তার পরিবর্তে পাটের বস্তা ও ব্যাগ ব্যবহার করতেই হবে। তানা হলে, আমাদের আগামী প্রজন্ম ও দেশের মাটিকে রক্ষা করা সম্ভব না। আমরা পলিথিন বন্ধের ব্যবস্থা করতেছি। তাহলে এই পলিথিনের ব্যাগ ও বস্তা বিশ্ববাজার দখল করবে। এছাড়া মন্ত্রী পাটের পাতা থেকে পাট চা উৎপাদনের জন্য সকল ব্যবসায়ী ও উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বান জানান।

এ সময় ফরিদপুর জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমান এমপি, ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শাহদাব আকবর চৌধুরী লাবু, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ঝর্ণা হাসান, পুলিশ সুপার মোর্শেদ আলম পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের সচিব আব্দুর রউফ, পাট অধিদপ্তরের মহা-পরিচালক জিনাত আরা প্রমুখ।

পরে বিকাল সাড়ে তিনটার দিকে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে তিনদিন পাটপণ্য মেলার উদ্বোধন করেন পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকসহ অতিথিবৃন্দ। পরে তারা মেলার স্টলগুলো পরিদর্শন করেন এবং পাটপণ্য দেখে ভূয়সী প্রশংসা করেন।

পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পাটের দাম নির্ধারণ নিয়ে মন্ত্রী বলেন, পাটের দাম এখনও নির্ধারণ করা হয়নি। বিষয়টি নিয়ে আলোচনা চলছে, শীঘ্রই পাটের দাম নির্ধারণ করে দেয়া হবে। এছাড়া বীজ আমদানি নির্ভরতা বন্ধ করে দেশেই উন্নতমানের বীজ উৎপাদনের প্রকল্প নেয়া হয়েছে বলে তিনি জানান।

এসকে

শেয়ার