Top
সর্বশেষ

এমটিবি ও ডাটাসফ্ট সিস্টেমের মধ্যে চুক্তি স্বাক্ষর

০৬ মার্চ, ২০২১ ৪:৫১ অপরাহ্ণ
এমটিবি ও ডাটাসফ্ট সিস্টেমের মধ্যে চুক্তি স্বাক্ষর

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) ও ডাটাসফ্ট সিস্টেম বাংলাদেশ লিমিটেডের মধ্যে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। রাজধানীর গুলশানে এমটিবি’র প্রধান কার্যালয় এমটিবি সেন্টারে সমন্বিত এএমএল ও সিএফটি কমপ্লায়ান্স সল্যুশন গ্রহণের জন্য চুক্তি স্বাক্ষরিত হয়।

এমটিবি এই সল্যুশন স্থাপনের মাধ্যমে আশা করছে তাদের মানি লন্ডারিং ও টেরোরিস্ট ফাইন্যান্সিং রিস্ক ম্যানেজমেন্ট কাঠামো আরও শক্তিশালী হবে।

এমটিবি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ মাহবুবুর রহমান এবং ডাটাসফ্ট সিস্টেম বাংলাদেশ লিমিটেডের পরিচালক ও সিওও ম মঞ্জুর মোরশেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

এছাড়াও এই অনুষ্ঠানে ডাটাসফ্ট সিস্টেম বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান ড. হাসান ইমাম, এমটিবি’র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার সৈয়দ রফিকুল হক, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চিফ গ্রুপ রিস্ক অফিসার চৌধুরী আখতার আসিফ, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও হেড অব গ্রুপ আইসিসি গৌতম প্রসাদ দাস, উপ-ব্যবস্থাপনা পরিচালক, সিওও ও ক্যামেলকো তারেক রিয়াজ খান এবং হেড অব কমিউনিকেশন্স ডিপার্টমেন্ট আজম খানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার