Top

মোদির মন্ত্রিসভায় স্থান পেলেন যারা

০৯ জুন, ২০২৪ ৯:৫৫ অপরাহ্ণ
মোদির মন্ত্রিসভায় স্থান পেলেন যারা

তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদি। রোববার (৯ জুন) সন্ধ্যায় দিল্লির রাষ্ট্রপতি ভবনে এই অনুষ্ঠান হয়। এসময় তার সঙ্গে শপথ নেন নতুন মন্ত্রিসভার সদস্যরাও।

এর মধ্য দিয়ে দ্বিতীয় ভারতীয় হিসেবে টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হওয়ার অন্যান্য কীর্তি গড়লেন মোদি। এর আগে সাবেক কংগ্রেস নেতা জওহর লাল নেহরু এই কৃতিত্ব দেখান।

আগের দুইবার বিজেপিকে নিয়ে এককভাবে সরকার গঠন করেন মোদি। তবে এবার তাকে ‘এনডিএ’-কে নিয়ে জোট সরকার গঠন করতে হয়েছে। তার জোটের প্রধান দুই দল হলো তেলেগু দেশাম পার্টি (টিডিপি) এবং বিহারের জনতা দল (ইউনাইটেড)। দলগুলো সদ্যই শেষ হওয়া লোকসভার নির্বাচনে যথাক্রমে ১৬ এবং ১২টি আসনে জয় পেয়েছে। মোদিকে যা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী বানাতে বড় ভূমিকা রেখেছে। ফলে শরিক দলগুলোকে মন্ত্রিসভায় জায়গা দিয়েছেন তিনি।

কে কে জায়গা পেলেন নতুন মন্ত্রিসভায়

বিজেপি নেতা অমিত শাহ এবং রাজনাথ সিং নতুন মন্ত্রিসভায় রয়েছেন। এছাড়া শিভরাজ সিং চৌহান, বসভরাজ বোম্মাই, সর্বনানন্দ সোনোওয়াল, মনোহর লাল খাত্তারের মতো সাবেক মুখ্যমন্ত্রীরা জায়গা পেয়েছেন।

জোট দলগুলোর মধ্যে টিডিপির রাম মোহন নাইডু, লালন সিং, সঞ্জয় ঝা, জেডি (ইউ)-এর রামনাথ ঠাকুর এবং লোক সংস্কৃতি পার্টির চিরাগ পাসওয়ানও মন্ত্রিসভায় স্থান পেয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস একটি তালিকা প্রকাশ করেছে। সংবাদমাধ্যমটি জানিয়েছে, এসব নেতাকে শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়। তাদের সবাই মন্ত্রী হবেন। তারা হলেন—

নাম দল সংসদীয় এলাকা
কিঞ্জরাপু রাম মোহন নাইডু  টিডিপি অন্ধ্রপ্রদেশ শ্রীকাকুলাম
চন্দ্র শেখর পেমমাসানি টিডিপি অন্ধ্রপ্রদেশ গুন্টুর
প্রতাপরাও যাদব শিবসেনা মহারাষ্ট্র বুলধানা
রামনাথ ঠাকুর জেডি (ইউ) বিহার রাজ্যসভার সাংসদ
এইচ ডি কুমারস্বামী জেডি (এস) কর্ণাটক মান্ড্যা
অর্জুন রাম মেঘওয়াল বিজেপি রাজস্থান বিকানের
সর্বানন্দ সোনোয়াল বিজেপি  আসাম ডিব্রুগড়
জিতন রাম মাঞ্জি হাম   বিহার গয়া
সুরেশ গোপী বিজেপি কেরালা ত্রিশুর
হরদীপ সিং পুরী বিজেপি পাঞ্জাব
রবনীত সিং বিট্টু বিজেপি  পাঞ্জাব
নিতিন গড়করি বিজেপি মহারাষ্ট্র নাগপুর
পীযূষ গোয়াল বিজেপি মহারাষ্ট্র মুম্বাই উত্তর
রামদাস আঠাওয়ালে RPI(A) মহারাষ্ট্র
রক্ষা খাদসে বিজেপি মহারাষ্ট্র রাভার
ধর্মেন্দ্র প্রধান বিজেপি ওড়িশা সম্বলপুর
প্রহ্লাদ জোশী বিজেপি কর্ণাটক ধারওয়াদ
বান্দি সঞ্জয় কুমার বিজেপি তেলেঙ্গানা করিমনগর
হর্ষ মালহোত্রা বিজেপি দিল্লি পূর্ব দিল্লি
শ্রীপাদ নায়েক বিজেপি গোয়া উত্তর গোয়া
অজয় ​​তমতা বিজেপি উত্তরাখণ্ড আলমোড়া
এস জয়শঙ্কর বিজেপি গুজরাট রাজ্যসভা
মনসুখ মান্ডাভিয়া বিজেপি গুজরাট পোরবন্দর
অশ্বিনী বৈষ্ণব বিজেপি ওড়িশা রাজ্যসভা
নির্মলা সীতারমন বিজেপি কর্ণাটক রাজ্যসভা
জিতেন্দ্র সিং বিজেপি জম্মু ও কাশ্মীর উধমপুর
শিবরাজ সিং চৌহান বিজেপি মধ্য প্রদেশ বিদিশা
চিরাগ পাসওয়ান এলজেপি (আরভি) বিহার হাজিপুর
রাজনাথ সিং বিজেপি উত্তরপ্রদেশ লখনৌ
জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বিজেপি মধ্য প্রদেশ গুনা
কিরেন রিজিজু বিজেপি অরুণাচল প্রদেশ অরুণাচল পশ্চিম
গিরিরাজ সিং বিজেপি বিহার বেগুসরাই
জয়ন্ত চৌধুরী আরএলডি উত্তরপ্রদেশ রাজ্যসভা
আন্নামালাই বিজেপি তামিলনাড়ু
এমএল খাট্টার বিজেপি হরিয়ানা কারনাল
জি কিশান রেড্ডি বিজেপি তেলেঙ্গানা সেকেন্দ্রাবাদ
চন্দ্রশেখর চৌধুরী   ঝাড়খণ্ড গিরিডিহ
জিতিন প্রসাদ বিজেপি উত্তর প্রদেশ পিলিভীত
পঙ্কজ চৌধুরী বিজেপি উত্তরপ্রদেশ মহারাজগঞ্জ
বিএল ভার্মা JDU উত্তরপ্রদেশ
লালন সিং এডি বিহার মুঙ্গের
অনুপ্রিয়া প্যাটেল বিজেপি উত্তর প্রদেশ ঝাড়খণ্ড
অন্নপূর্ণা দেবী বিজেপি ঝাড়খণ্ড কোডারমা
কমলজিৎ সেহরাওয়াত বিজেপি দিল্লি পশ্চিম দিল্লি
রাও ইন্দ্রজিৎ সিং বিজেপি হরিয়ানা গুরুগ্রাম
ভূপেন্দর যাদব বিজেপি রাজস্থান রাজ্যসভা
সঞ্জয় শেঠ বিজেপি ঝাড়লান্ড রাঁচি
কৃষাণ পাল গুর্জার বিজেপি হরিয়ানা কৃষাণ পাল গুর্জর
শেয়ার