Top

ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে লড়ছেন যারা

০৯ জুন, ২০২৪ ৯:৫৬ অপরাহ্ণ
ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে লড়ছেন যারা

ইব্রাহিম রাইসির মৃত্যুর পর ইরানের নতুন প্রেসিডেন্ট বেছে নিতে ২৮ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে নির্বাচন। এজন্য ছয়জন প্রেসিডেন্ট প্রার্থীর নাম জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। দেশটিতে নির্বাচন-সংক্রান্ত বিষয়াদি দেখভালের দায়িত্বে থাকা গার্ডিয়ান কাউন্সিল প্রার্থী হিসেবে তাদের অনুমোদন দিয়েছে।

রোববার (৯ জুন) ওই ছয় প্রার্থীর নাম ঘোষণা করা হয়। তারা হলেন- পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ, পরমাণু কর্মসূচিবিষয়ক সাবেক মধ্যস্থতাকারী সাইদ জালিলি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোস্তফা পোউর মোহাম্মাদি, তেহরানের মেয়র আলী রেজা জাকানি, বর্তমান ভাইস প্রেসিডেন্ট আমির হোসেইন গাজিজাদেহ হাশেমি এবং পার্লামেন্ট সদস্য মাসুদ পেজেশকিয়ান।

এই ছয়জনের মধ্যে মাসুদ পেজেশকিয়ান বাদে সবাই রক্ষণশীল বলয়ের। ইরানের সাবেক কট্টরপন্থী প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদকে আগামী নির্বাচনের জন্য মনোনয়ন দেওয়া হয়নি। এর আগে ২০১৭ ও ২০২১ সালের প্রেসিডেন্ট নির্বাচনেও অংশ নেওয়ার সুযোগ পাননি তিনি।

গত ১৯ মে ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের জোলফা এলাকার কাছে প্রেসিডেন্ট রাইসিকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত হয়। এতে তিনিসহ ওই হেলিকপ্টারে থাকা পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ানসহ কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা নিহত হন। রাইসির মৃত্যুর পর ইরানের অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবার।

শেয়ার