Top
সর্বশেষ

পাবনায় দুইদিনের ব্যবধানে আবারও কঙ্কাল চুরি

১০ জুন, ২০২৪ ৮:২২ অপরাহ্ণ
পাবনায় দুইদিনের ব্যবধানে আবারও কঙ্কাল চুরি
স্টাফ রিপোর্টার, পাবনা :

পাবনায় দুইদিনের ব্যবধানে কবরস্থান থেকে আবারও কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। এবার পাবনার সাঁথিয়া উপজেলার রাজাপুর কেন্দ্রীয় কবরস্থান থেকে ৫টি কঙ্কাল চুরি হয়েছে।

রোববার দিবাগত রাতের কোনো এক সময় এসব কঙ্কাল চুরি হয়েছে বলে ধারণা করছে স্থানীয়রা। সোমবার দুপুরে চুরির ঘটনা জানতে পারেন এলাকাবাসী।

এর আগে গত শুক্রবার রাতে সুজানগর উপজেলার দুলাই ইউনিয়নের চিনাখড়া কেন্দ্রীয় কবরস্থান থেকে ৫টি কঙ্কাল এবং চলতি বছরের ১৯ মার্চ ভোররাতে বেড়া উপজেলার খাস আমিনপুর কেন্দ্রীয় কবরস্থান থেকে ১৫টি কঙ্কাল চুরির ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সাঁথিয়া উপজেলার ক্ষেতুপাড়া ইউনিয়নের রাজাপুর কেন্দ্রীয় কবরস্থানে পাশ দিয়ে তিলের জমিতে যাচ্ছিলেন এক কৃষক। এ সময় তিনি কবরস্থানে তাকালে কবরের উপরে বাঁশের চাটাই সরানো ও মাটি খোঁড়া দেখতে পান। পরে তিনি কবরস্থানের ভেতরে গিয়ে দেখতে পান ৫টি কবর খোঁড়া, ভেতরে মরদেহের কোনো কিছু নেই।

খবর পেয়ে পুলিশ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কারা কি কারণে কঙ্কাল চুরি করেছে সে বিষয়টি খতিয়ে দেখছেন তারা।

এসকে

শেয়ার