Top

৫ম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশের ফল যেকোনো সময়

১১ জুন, ২০২৪ ৬:৪০ অপরাহ্ণ
৫ম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশের ফল যেকোনো সময়

৫ম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশের ফল প্রস্তুত রয়েছে। যেকোনো সময় এই ফল প্রকাশ করা হতে পারে বলে জানিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ)।

মঙ্গলবার (১১ জুন) এনটিআরসিএর সংশ্লিষ্ট শাখা থেকে জানা গেছে, বুধবার (১২ জুন) অথবা বৃহস্পতিবার (১৩ জুন) ৫ম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশের ফল প্রকাশের সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু ফল তৈরির কাজ পুরোপুরি শেষ হওয়ায় যেকোনো মুহূর্তে তা প্রকাশ করা হতে পারে। সেটি আজ রাতেও হতে পারে।

এ বিষয়ে এনটিআরসিএর সচিব ওবায়দুর রহমান বলেন, আমাদের টার্গেট ছিল ঈদের ছুটি শুরুর আগেই ফল প্রকাশ করার। যেহেতু ফল তৈরির কাজ শেষ তাই যেকোনো মুহূর্তেই তা প্রকাশ করা হতে পারে।

এর আগে গত ৩১ মার্চ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৯৬ হাজার ৭৩৬টি পদে শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এর মধ্যে স্কুল অ্যান্ড কলেজে ৪৩ হাজার ২৮৬টি এবং মাদরাসা ও কারিগরি প্রতিষ্ঠানে ৫৩ হাজার ৪৫০টি পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। ৫ম গণবিজ্ঞপ্তিতে আবেদন গ্রহণ শেষ হয়েছে গত ৯ মে। ১০ মে রাত ১২টা পর্যন্ত আবেদনের ফি জমা দিতে পেরেছে আবেদনকারীরা।

বিএইচ

শেয়ার