Top
সর্বশেষ

ঈদের আগে কৃষকের ১৩ গরু পুড়ে ছাই

১২ জুন, ২০২৪ ৪:৪৯ অপরাহ্ণ
ঈদের আগে কৃষকের ১৩ গরু পুড়ে ছাই
মাদারীপুর প্রতিনিধি: :

মাদারীপুরের শিবচর উমেদপুরে মিলন মুন্সির গরুর খামারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ওই খামারের ১৩ টি কোরবানির গরু ও তারপাশের মুরগির খামারে ২ হাজার মুরগি পুড়ে মারা গেছে। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে খামারী মিলন মুন্সি দাবি করেছেন।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ বুধবার (১২ জুন) ভোররাতে জেলার শিবচরের উমেদপুর ইউনিয়নের রামরায়েরকান্দি এলাকায় মিলন মুন্সির গরুর খামারে প্রথমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। খামারে বাধা ১৪টি গরুর মধ্যে ১৩টি গরুর মারা যায়।

একটি গরু দড়ি ছিড়ে পালাতে সক্ষম হয়। তবে গরুটির শরীরের বিভিন্ন অংশ আগুনে ঝলসে যায়। এছাড়া পার্শ¦বর্তী একটি শেডে আগুন ছড়িয়ে পড়লে ঐ শেডে থাকা ২ হাজার মুরগী পুড়ে মারা যায়। অগ্নিকাণ্ডের কোন সুনিদির্ষ্ট কারণ জানা যায়নি।

তবে এলাকাবাসী ধারণা করছে বিদ্যুতের শর্ট সার্কিটে আগুন লাগতে পারে। শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল্লাহ আল মামুন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সেসময় খামারিদের যথাসম্ভব আর্থিক সহযোগিতা করার ঘোষণা দেয় উপজেলা নির্বাহী কর্মকর্তা।

এসকে

শেয়ার