Top

টাঙ্গাইলে পিকআপচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

১৩ জুন, ২০২৪ ১০:৪৭ পূর্বাহ্ণ
টাঙ্গাইলে পিকআপচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

টাঙ্গাইলের ঘাটাইলে পিকআপভ্যানচাপায় ‍মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে দুই আরোহী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন।

বৃহস্পতিবার (১৩ জুন) সকাল সাড়ে ৯টায় টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে হামিদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সালাম।

তিনি বলেন, পিকআপভ্যানটি টাঙ্গাইল থেকে ময়মনসিংহ যাচ্ছিল। পথে টাঙ্গাইল ময়মনসিংহ মহাসড়কে হামিদপুর এলাকায় বিপরীতমুখী এক মোটরসাইকেলকে ওই পিকআপভ্যানটি চাপা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই দুই আরোহীর মৃত্যু হয় এবং অন্য একজন আহত হন। আহত যুবককে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় নিহত দুই আরোহীর মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হচ্ছে। পরে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হবে বলেও জানান তিনি।

বিএইচ

শেয়ার