Top
সর্বশেষ

ঝুঁকিপূর্ণ অনিরাপদ যাত্রায় শামিল হবেন না: আইজিপি শাহাবুদ্দিন

১৪ জুন, ২০২৪ ১:৫০ অপরাহ্ণ
ঝুঁকিপূর্ণ অনিরাপদ যাত্রায় শামিল হবেন না: আইজিপি শাহাবুদ্দিন
গাজীপুর প্রতিনিধি :

আমাদের উচিত একটু দেরি হলেও সুস্থ ও সুন্দরভাবে বাড়ি গিয়ে স্বজনদের সঙ্গে ঈদ করা। অনিরাপদ যাত্রার কারণে দুর্ঘটনার শিকার হতে হয়। এজন্য সারা বছর সচেতনতামূলক প্রচারণা চালানো হয়। তবুও আপনারা এসব ঝুঁকিপূর্ণ যাত্রায় শামিল হন। এ ধরনের ঝুঁকিপূর্ণ যাত্রায় শামিল হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বৃহস্পতিবার (১৩ জুন) দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের চন্দ্রা ত্রিমোড় এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি শাহাবুদ্দিন খান এসব কথা বলেন।

তিনি ঘরে ফেরা যাত্রীদের উদ্দেশ্যে বলেছেন, আপনাদের কাছে অনুরোধ ঝুঁকিপূর্ণ অনিরাপদ যাত্রায় শামিল হবেন না। পশুবাহী ট্রাক, পিকআপ, খোলা ট্রাক, মালবাহী পরিবহণ, বাসের ছাদে যাত্রা করবেন না।

হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি বলেন, ঈদকে সামনে রেখে এবারও ব্যাপক নিরাপত্তা নেওয়া হয়েছে। সাদা পোশাকের বাহিরেও আইনশৃঙ্খলা বাহিনী কাজ করে যাচ্ছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পুরোটা সিসি ক্যামেরার আওতায় নিয়ে এসেছি। অত্যাধুনিক ড্রোন ক্যামেরা ব্যবহার করছি। এবারও ঘরে ফেরা যাত্রীদের ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে আমরা তৎপর রয়েছি। আপনারা যেন স্বাচ্ছন্দ্য ঘরে ফিরতে পারেন সেজন্য আমাদেরও সদস্যরা দিনরাত সড়ক মহাসড়কে অবস্থান করছে।

তিনি আরো বলেন, ঈদের এক মাস আগে থেকে মেট্রোপলিটন পুলিশ, জেলা পুলিশ, হাইওয়ে পুলিশসহ বিআরটিসি ও পরিবহণ মালিক-শ্রমিকদের সঙ্গে একাধিক বৈঠক করেছি। কি ভাবে ঈদযাত্রা নির্বিঘ্ন করা যায় সেসব বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ঈদযাত্রা নিরাপদ রাখতে পুলিশের পাশাপাশি যাত্রী ও জনগণের সচেতনতা এবং পরিবহন সংশ্লিষ্ট সবার নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা রাখা প্রয়োজন।

এ সময় উপস্থিত ছিলেন উপ-মহা পুলিশ পরিদর্শক (ডিআইজি) মাহফুজুর রহমান, অতিরিক্ত ডিআইজি শামসুল ইসলাম, বরকত উল্লাহ খান, সীমা রানি সরকার, পুলিশ সুপার (এসপি) মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার শাহেদ আহমেদ চৌধুরি, কোনাবাড়ী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন।

এসকে

শেয়ার