Top
সর্বশেষ

ঈদে বাংলাবান্ধা স্থলবন্দরে ৭ দিন আমদানি-রপ্তানি বন্ধের ঘোষণা

১৪ জুন, ২০২৪ ৩:৫৬ অপরাহ্ণ
ঈদে বাংলাবান্ধা স্থলবন্দরে ৭ দিন আমদানি-রপ্তানি বন্ধের ঘোষণা

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ও সাপ্তাহিক ছুটিসহ দেশের একমাত্র চতুর্দেশীয় পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে চার দেশের সঙ্গে পাথরসহ সকল প্রকার পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম সাতদিনের জন্য বন্ধের ঘোষণা করা হয়েছে।

আগামীকাল ১৫ জুন থেকে ২১ জুন পর্যন্ত বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটানের সঙ্গে পণ্য আমদানি রপ্তানি বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বৈধ পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক কুদরত-ই-খুদা মিলন এ তথ্যটি নিশ্চিত করেছেন।

গত ৫ জুন চারদেশীয় বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধের বিষয়ে নোটিশ জারি করে বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপ।

বাংলাবান্ধা স্থলবন্দর সূত্রে জানা যায়, ঈদুল আজহা উপলক্ষে ভারতের ফুলবাড়ি এক্সপোর্টার্স এ্যাসোসিয়েশন, সিএন্ডএফ এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ও ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন যৌথ সভার সিদ্ধান্ত অনুসারে উল্লিখিত সাপ্তাহিক ছুটিসহ সাত দিন ব্যবসায়িক কার্যক্রম বন্ধের একটি চিঠি এরই মধ্যে উভয় স্থল শুল্ক স্টেশন কাস্টমস কর্মকর্তা, বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক, সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন, ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন গ্রুপ, এক্সপোর্টার অ্যাসোসিয়েশন ও মেচি কাস্টমস ক্লিয়ারিং ফরওয়ার্ডিং এজেন্ট অ্যাসোসিয়েশন, ভুটান এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনকে দেওয়া হয়েছে।

সেখানে আগামী ১৫ জুন থেকে ২১ জুন পর্যন্ত সাপ্তাহিক ছুটিসহ টানা সাত দিন ছুটি ঘোষণা করা হয়েছে৷ আগামী ২২ জুন থেকে বাংলাবান্ধা স্থলবন্দরে যথারীতি আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক হবে। বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক কুদরত-ই-খুদা মিলন বলেন, ঈদুল আজহা ও সাপ্তাহিক ছুটিসহ মোট সাতদিন বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে৷ উভয় দেশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সমন্বয়ে সাতদিন ছুটি ঘোষণা করা হয়েছে।

বাংলাবান্ধা স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অমৃত অধিকারী বলেন, ঈদ উপলক্ষে সাতদিন আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও বৈধ পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

এএন

শেয়ার