Top
সর্বশেষ

চাঁদপুরে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু

১৪ জুন, ২০২৪ ৯:২৩ অপরাহ্ণ
চাঁদপুরে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু

চাঁদপুরের হাজীগঞ্জে পুকুরে গোসল করতে নেমে ভাই-বোনের মৃত্যুর ঘটনা ঘটেছে। শুক্রবার (১৪ মে) উপজেলার দ্বাদশ গ্রাম ইউনিয়নের কিত্তনখোলা বড় বাড়িতে ঘটনাটি ঘটে।

নিহত ওমর ফারুক (৬) একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্র ও ফাইজা (৮) স্থানীয় একটি মাদরাসার ৩য় শ্রেণীতে পড়ে। স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে সবার অগোচরে শিশু দুটি বাড়ির পুকুরে নেমে নিখোঁজ হয়।

নিহত ওমর ফারুকের বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও তার বাবার বন্ধু তুহিন হায়দার জানান, ডুবে যাওয়া দুই শিশুকে পুকুরের পানি থেকে তুলে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার কথা শুনে আমি হাসপাতালে এসেছি। চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. ফারহানা হোসেন জানান, হাসপাতালে আসার অনেক আগেই শিশু দুটি মারা গেছে।

উল্লেখ্য, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুর রশিদ বলেন, পুকুরে ডুবে ভাই-বোন মারা যাবার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে।

এএন

শেয়ার