Top
সর্বশেষ

নাড়ির টানে ছুটছে চাঁদপুরের ঘরমুখো মানুষ, যাত্রাপথে ভোগান্তি

১৫ জুন, ২০২৪ ৩:১৩ অপরাহ্ণ
নাড়ির টানে ছুটছে চাঁদপুরের ঘরমুখো মানুষ, যাত্রাপথে ভোগান্তি
চাঁদপুর প্রতিনিধি: :

আর মাত্র একদিন পর পবিত্র ঈদুল আজহা। ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতেই নাড়ির টানে বাড়ি ফিরছেন চাঁদপুর জেলার ঘরমুখো মানুষেরা। আর এ আনন্দ ভোগ করার আগে যাত্রাপথে যে কত ভোগান্তি পোহাতে হয় তা কেবল ভুক্তভোগীরাই জানেন।

একদিকে তীব্র গরম অন্য দিকে যানজট। অতিরিক্ত যানবাহন আর পথে পথে হয়রানিতো আছেই। বাসে কিংবা লঞ্চে সিট না পাওয়া, অতিরিক্ত ভাড়া এ যেন প্রতিবার ঈদ যাত্রার চিরাচরিত নিয়ম হয়ে গিয়েছে। তাছাড়া সড়ক দুর্ঘটনা ও নদী পথে কালবৈশাখীর ভয়, সবকিছু মিলিয়ে মনে হতে পারে ঈদ যাত্রা তো নয় এ যেন কোন যুদ্ধের প্রস্তুতি।

বৃহস্পতিবার (১৩ জুন) থেকে শুরু হয়েছে চাকরিজীবীদের ছুটি। ছুটি পেয়েই ছুটছে বাড়ি। কেউ সড়ক পথে, কেউবা আবার নৌ পথে।

এদিকে অভিযোগ উঠেছে ষাটনল লঞ্চ ঘাট থেকে উপজেলার বিভিন্ন এলাকায় যাওয়া অটোরিকশা চালকদের বিরুদ্ধে। তারাও ভাড়া হাকিয়ে নিচ্ছেন ৩ থেকে ৪ গুন । যাত্রীদের জিম্মি করেই টাকা নেওয়া হচ্ছে।

সরেজমিনে দেখা যায় লঞ্চঘাট এলাকায় সারি সারি অটোরিকশা। যাত্রী নামলেই শুরু হতে থাকে দামদর। চালকরা মিলে সিন্ডিকেট তৈরি করেছে। তাই বাধ্য হয়ে চালকদের দাবিকৃত ভাড়ায় বাড়ি পৌঁছাতে হয় যাত্রীদের।

যেখানে সাধারণ ভাড়া ১০০ টাকা, সেখানে নিচ্ছে ৩০০ থেকে ৩৫০ টাকা। ঈদ এলেই এসব চালকরা হয়ে উঠে বেপরোয়া।

বৃহস্পতিবার ১৩ জুন বিকেল নারায়ণগঞ্জ থেকে আসা জগুনা লঞ্চের যাত্রী আবু সাইফ জানান, ঈদে বাড়ি আসতে অনেক হয়রানির শিকার হতে হয়। বাসে ডাবল ভাড়া দিলাম তাও সিট পেলাম না। লঞ্চে ও ঘাটে একই অবস্থা।

আবুল হাসান নামে আরেক যাত্রী জানান, অটোরিকশার ১০০ টাকার ভাড়া ৪০০ টাকা যায়, যেন মগের মুল্লুক। বিকল্প উপায় না থাকায় এই রুটের যাত্রীদের ভোগান্তি কমছেনা।

ঈদুল আজহা উপলক্ষে নৌপুলিশের পক্ষ থেকে লঞ্চঘাটে ও নদীপথে নিরাপত্তার জন্য নৌ পুলিশ সদস্যরা টহলে আছে। যাত্রীরা যাতে নিরাপদে বাড়ি যেতে পারেন সেজন্য সব ধরনের প্রস্তুতি আছে বলে জানান মোহনপুর নৌ পুলিশের ইনচার্জ কামরুজ্জামান ও বেলতলী নৌ পুলিশ ইনচার্জ বাবর আলী খান।

ইদ যাত্রাকে কেন্দ্র করে যাত্রী ভোগান্তি বন্ধে যে কোন আইনি ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানিয়েছেন মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ আলমগীর রনি।

এবিষয়ে মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার একি মিত্র চাকমার সরকারি মুঠোফোন দিলে তিনি রিসিভ করেননি।

এএন

শেয়ার