Top

ফেনীতে একসঙ্গে তিন সন্তান জন্ম দিলেন গৃহবধূ

১৯ জুন, ২০২৪ ১০:৩৬ পূর্বাহ্ণ
ফেনীতে একসঙ্গে তিন সন্তান জন্ম দিলেন গৃহবধূ
ফেনী প্রতিনিধি :

ফেনীতে একসঙ্গে তিন সন্তান জন্ম দিয়েছেন হোসনে আরা (২৫) নামে এক গৃহবধূ। মঙ্গলবার (১৮ জুন) ফেনী জেনারেল হাসপাতালের লেবার ওয়ার্ডে নরমাল ডেলিভারির মাধ্যমে এ তিন নবজাতকের জন্ম হয়।

হাসপাতাল সূত্রে জানা যায়, হোসনে আরা নামের ওই গৃহবধূ জেলার সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের সুলাখালী গ্রামের টাইলস মিস্ত্রি জিয়া উদ্দিনের স্ত্রী।

বিষয়টি নিশ্চিত করে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন প্রসূতি ওই মা ও তাঁর নবজাতক তিন সন্তান বর্তমানে সুস্থ আছেন।

এএন

শেয়ার