Top

ঈদের ছুটি শেষ, এখনো কাটেনি আমেজ

২০ জুন, ২০২৪ ১:১৬ অপরাহ্ণ
ঈদের ছুটি শেষ, এখনো কাটেনি আমেজ
চট্টগ্রাম প্রতিনিধি: :

বৃহস্পতিবার, ঈদের চতুর্থ দিন। ঈদের আগে পরে মিলে টানা পাঁচদিন ছুটির পর বুধবার (১৯ জুন) থেকে খুলেছে সরকারি অফিস-আদালত। কিন্তু এখনো কাটেনি কোরবানির ঈদের আমেজ। ছুটি শেষে দ্বিতীয় কর্মদিবস হওয়ায় সরকারি অফিস আদালতেও রয়ে গেছে ঈদের আমেজ। এছাড়া বেসরকারি অফিসের (ব্যক্তি মালিকানাধীন অফিস, শিল্পকারখানা) অধিকাংশ বন্ধ থাকায় এখনো ব্যস্ত শহরের সেই চিরচেনা রূপে ফেরেনি চট্টগ্রাম নগর।

এদিকে বুধবার অফিস-আদালত খুললেও শতভাগ উপস্থিতি ছিল না। দূরদূরান্ত থেকে অফিসে আসতে পারেননি অধিকাংশ কর্মকর্তা-কর্মচারী। অনেকে ছুটি নিয়ে এখনো রয়ে গেছেন গ্রামের বাড়িতে। কাল থেকে আবারও দুই দিনের সাপ্তাহিক ছুটি থাকায় (শুক্রবার ও শনিবার) আগামী সপ্তাহের প্রথম কর্মদিবস (রবিবার) থেকে নগরবাসী ফের কর্মব্যস্ত জীবনে ফিরতে পারেন বলে সংশ্লিষ্টরা জানান।

সরেজমিন নগরীর আগ্রাবাদ থেকে জিইসি মোড় পর্যন্ত বেলা সাড়ে ১১টাতেও যানবাহন চলাচল কম। অধিকাংশ দোকানপাট এখনো বন্ধ। অন্যান্য সময়ে সপ্তাহের এ দিনটা থাকে ভীষণ কর্মমুখর। কিন্তু ঈদের ছুটি শেষেও পথঘাট এখনো ফাঁকা। নেই যাত্রীদের বাসে উঠার তাড়া। হাতেগোনা যানবাহনের দেখা মিলছে নগরের প্রধান প্রধান সড়কগুলোতে। তাই বাড়তি ভাড়াও গুণতে হচ্ছে যাত্রীদের। এমনকি কয়েকটি পাড়া-মহল্লায় ঈদের তৃতীয় দিনেও পশু কোরবানি করতে দেখা গেছে।

তবে ঈদের ছুটির পর দ্বিতীয় কর্মদিবসে সরকারি অফিসের কার্যক্রম চলছে স্বাভাবিকভাবে। ব্যাংক-বীমাসহ বিভিন্ন সরকারি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা, আদালতে আইনজীবীরা পরস্পরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে সময় কাটান।

বেসরকারি যমুনা ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা আতিক কবির বলেন, ‘গতকাল থেকে অফিস-আদালত খুললেও এখনো রাস্তাঘাটে মানুষজন তেমন নেই। বেশিরভাগ সড়ক ফাঁকা। গাড়ি চলাচলও কম। এরপর কাল থেকে আবারও সাপ্তাহিক ছুটি আছে। একেবারে আগামী সপ্তাহ থেকে আগের মতো ব্যস্ততা শুরু হবে। ব্যাংকে গ্রাহকও তেমন একটা নেই।’

ব্রাক ব্যাংকের কাজীর দেউরি শাখার এক ব্যাংক কর্মকর্তা (নাম প্রকাশে অনীহা) বলেন, ‘ঈদের ছুটি শেষে গ্রাহকও আসছেন। একেবারে যে ঢিলেঢালা অফিস চলছে তা বলা যাবে না।’

এ বিষয়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা আজিজ আহমেদ বলেন, ‘ঈদের ছুটি শেষে কর্পোরেশনের প্রায় সকল কর্মকর্তা উপস্থিত আছেন। কর্মচারী-শ্রমিকদের উপস্থিতিও খুব একটা কম না। এরমধ্যে কেউ যদি ছুটি নিয়ে গ্রামে গিয়ে থাকেন তাহলে হয়তো ভিন্ন কথা। তবে আমাদের প্রায় কর্মকর্তা-কর্মচারী আজ অফিসে এসেছেন।’

অন্যদিকে, ঈদ উপলক্ষে যানবাহন কম থাকায় রিকশা ও সিএনজি অটোরিকশাচালকরা ভাড়া আদায় করছেন কয়েকগুণ বেশি। সেইসাথে নগরের বেশির ভাগ এলাকার দোকানপাট ও মার্কেট বন্ধ রয়েছে। তবে যেসব এলাকায় হালকা দোকানপাট খোলা আছে তাতেও খুব একটা মানুষের ভিড় দেখা যায়নি।

এএন

শেয়ার