Top
সর্বশেষ

মোটরসাইকেলের ধাক্কায় নিহত যুবক, আটক ২

২০ জুন, ২০২৪ ১:৩১ অপরাহ্ণ
মোটরসাইকেলের ধাক্কায় নিহত যুবক, আটক ২
চাঁদপুর প্রতিনিধি: :

চাঁদপুরের মতলব উত্তরে বেপরোয়া মোটরসাইকেল কেড়ে নিয়েছে এইচ এম জহিরুল হাওলাদার (২৮) নামে এক যুবকের প্রাণ। এ ঘটনায় মোটরসাইকেল চালকসহ একজনকে আটক করা হয়েছে।

বুধবার (১৯ জুন) রাত ৯ টার দিকে জহিরুল তার বাড়ি সংলগ্ন বেরীবাদের রাস্তায় দাঁড়িয়ে বাতাস উপভোগ করছিল। এমন সময় এখলাছপুর থেকে মোহনপুরমুখী একটি মোটরসাইকেল বেপরোয়া গতিতে জহিরুলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মতলব উত্তর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে ঘাতক মোটরসাইকেল চালক ও আরোহীকে আটক করেছে মতলব উত্তর থানা পুলিশ। আটককৃতরা হলো উপজেলার মোহনপুর ইউনিয়নের মাথাভাঙা গ্রামের মোহাম্মদ হোসেনের ছেলে ইয়াছিন (২২) ও আইঠাদি মাথাভাঙা গ্রামের আব্দুর রহমানের ছেলে রাহুল (২২)।

জানা গেছে, নিহত জহিরুল মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলম হাওলাদারের ছেলে।

এবিষয়ে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন রনি বলেন, এ ঘটনায় দুইজনকে আটক করেছি। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এএন

শেয়ার