Top

আট দিন পর ভোমরা স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু

২২ জুন, ২০২৪ ১১:১৫ পূর্বাহ্ণ
আট দিন পর ভোমরা স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু

ঈদুল-আজহা উপলক্ষে ৮ দিন বন্ধ থাকার পর আজ শনিবার থেকে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়েছে। এতে সিএন্ডএফ কর্মচারী-শ্রমিকসহ বন্দর সংশ্লিষ্ট সকলের মধ্যে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে।

ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি কাজী নওশাদ দিলোয়ার রাজু বলেন, ঈদুল আজহার ছুটি উপলক্ষে শুক্রবার পর্যন্ত বন্দরের সব ধরনের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ ছিল। শনিবার (২২ জুন) সকাল থেকে বন্দরের কার্যক্রম আবার স্বাভাবিকভাবে শুরু হয়েছে।

ভোমরা ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজরিহা হোসাইন বলেন, ইদের ছুটিতে স্থলবন্দরের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও দুই দেশের পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক ছিল।

বিএইচ

শেয়ার